E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নীলফামারীতে দ্বিধা বিভক্ত বিএনপির কর্মসূচিতেও পুলিশের বাধা

২০২৩ জানুয়ারি ১৬ ১৪:১৫:১৫
নীলফামারীতে দ্বিধা বিভক্ত বিএনপির কর্মসূচিতেও পুলিশের বাধা

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : অবশেষে নীলফামারী জেলা বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্য রুপ পেল। জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিবাদমান উভয় অংশ পৃথক পৃথকভাবে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছে। অন্যান্য যে কোন বারের থেকে পুলিশ কিছুটা নমনীয় থাকলেও বিবাদমান কোন পক্ষকেই মূল সড়কে উঠতে দেওয়া হয়নি। পুলিশের ব্যাপক বাধার মধ্যে উভয় পক্ষ কর্মসূচি সংক্ষিপ্ত করতে বাধ্য হয়। সকাল থেকেই জেলা বিএনপির কার্যালয় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল। পুলিশ সকাল থেকেই জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

আন্দোলন সংগ্রামের ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে, সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা ছিল সদর উপজেলা বিএনপির। এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়ার কথা ছিল জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকারের। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও তাকে ওই এলাকায় কোথাও দেখা যায়নি। সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট কাজী আক্তারুজ্জামান জুয়েলের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা সকাল ১০টা ৪০ মিনিটে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে সড়কে উঠা মাত্র পুলিশ বাঁধা দেয়। পুলিশের বাঁধা পেয়ে দলীয় কার্যালয়ের সামনে সমবেশ করে জেলা বিএনপির একাংশের নেতা-কর্মীরা। সংক্ষিপ্ত এই সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী আক্তারুজ্জামান জুয়েল।

এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আজিম হোসেন। জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কোকো, জেলা বিএনপির সহ-সভাপতি মোজাম্মেল হক এই কর্মসূচিতে অংশ নেওয়ার কথা থাকলেও জেলা বিএনপির কার্যালয়ের আশেপাশে কোথাও তাদের দেখা যায় নি। সংক্ষিপ্ত সমাবেশে শেষ করে নেতা-কর্মীরা দ্রুত স্থান ত্যাগ করেন। সদর উপজেলা বিএনপির এই কর্মসূচি শেষ হওয়া মাত্র জেলা বিএনপির কার্যালয়ের সামনে দলীয় নেতা-কর্মীদের নিয়ে অবস্থান নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম। পৌর ও সদর উপজেলা বিএনপির ব্যানারে ১০ দফা দাবি, বিদ্যুতের দাম কমানো, সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে বের হওয়া মিছিলে দফায় দফায় পুলিশের বাঁধা, বাকবিতন্ডা, ধাক্কাধাক্কির মধ্যে জেলা বিএনপির এই অংশের নেতা-কর্মীদেরও পুলিশ সড়কে উঠতে দেয়নি। পুলিশের বাঁধা পেয়ে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে এই অংশটিও।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলমের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হক প্রধান বাচ্চু, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন, শ্রমিকদলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক মোজাম্মেল হক মোজাম। ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম বাবলার শ্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে পড়ে। পুলিশের কঠোর অবস্থানের কারণে নীলফামারীতে বিএনপির বিবাদমান কোন পক্ষকেই সড়কে উঠতে দেয়নি পুলিশ।

(ওআরকে/এএস/জানুয়ারি ১৬, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test