E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরগুনায় মোবাইল ব্যাংকিং’র ভূল নম্বরে পাঠানো টাকা পুলিশের মাধ্যমে উদ্ধার

২০২৩ জানুয়ারি ১৬ ১৮:৫৮:২২
বরগুনায় মোবাইল ব্যাংকিং’র ভূল নম্বরে পাঠানো টাকা পুলিশের মাধ্যমে উদ্ধার

আসাদ সবুজ, বরগুনা : বরগুনায় বাবার চিকিৎসার জন্য মোবাইল ব্যাংকিং মাধ্যমে পাঠানো ভূল নম্বরের টাকা উদ্ধার করে ভুক্তভোগী ছেলের হাতে তুলে দিয়েছে পুলিশ। এ কাজের জন্য সর্বমহলের প্রশংসায় ভাসছে বরগুনা পুলিশ প্রশাসন।

জানা গেছে, বরগুনা সদর উপজেলার ৯নং এম. বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল গ্রামের জনৈক সিরাজুল ইসলামের ছেলে মহাসিন মীর গত ১২জানুয়ারী তার বাবার চিকিৎসার জন্য তার ভাইয়ের মোবাইল নম্বরে বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক পরিচালিত "নগদ" মোবাইল ব্যাংকিং এর এ্যাকাউন্টে ২০,০০০/- টাকা পাঠানোর সময় অসতর্কতাবশতঃ নাটোরের সিংড়া এলাকার এক ব্যাক্তির মোবাইল নম্বরের নগদ এ্যাকাউন্টে চলে যায়। পরে উক্ত নম্বরে মোবাইল ফোনে যোগাযোগ করে মহাসীন মীর টাকা ফেরত চাইলে নাটোরের সিংড়া ওই ব্যাক্তি তার মোবাইল ফোন নম্বরটি বন্ধ করে ফেলেন।

পরে এ বিষয় উল্লেখ করে ভুক্তভোগী মহাসীন মীর বিগত ১৫/০১/২০২৩ তারিখ বরগুনা সদর থানায় ৭২৪, নং সাধারণ ডাইরী করলে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণের জন্য এসআই মারুফ আহমেদ কে দায়িত্ব প্রদান করেন। বরগুনা জেলা পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম এবং অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), জনাব এস এম তারেক রহমান ও বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দিক-নির্দেশনা প্রদান করেন।

অতঃপর তদন্ত কর্মকর্তা এসআই মারুফ আহমেদ আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তার মাধ্যমে মহাসীন মীর কর্তৃক ভূল নম্বরের পাঠানো ২০,০০০/- টাকা উদ্ধার করতে সক্ষম হয় এবং রবিবার ১৫/০১/২০২৩ ইং বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এস এম তারেক রহমান উদ্ধারকৃত অর্থের প্রকৃত মালিক মোঃ মহসিন মীরকে উক্ত টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে।

পুলিশ পরিদর্শক (এসআই) মারুফ আহমেদ বলেন, জনগণের সেবা করাই পুলিশের ধর্ম। মহাসীন মীরের টাকা অসতর্কতার কারনে অন্য একটি নম্বরে চলে গিয়েছিল, মহাসীন মীরের অসুস্থ বাবার চিকিৎসার জন্য টাকা উদ্ধার করে দিতে পেরেছি, মহাসীন মীরের অসহায় মূহুর্তে তার উপকার করতে পেরেছি, সেখানেই আমার ও বাংলাদেশ পুলিশের সার্থকতা।

(এস/এসপি/জানুয়ারি ১৬, ২০২৩)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test