E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হাইশুর বৃদ্ধাশ্রমে ২ মাসের মানবিক খাদ্য ও বস্ত্র সহায়তা করেছেন আ.লীগ নেতা মাহবুব আলী খান  

২০২৩ জানুয়ারি ১৭ ১৬:৫৮:৪৬
হাইশুর বৃদ্ধাশ্রমে ২ মাসের মানবিক খাদ্য ও বস্ত্র সহায়তা করেছেন আ.লীগ নেতা মাহবুব আলী খান  

তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী হাইশুর বৃদ্ধাশ্রমে ২ মাসের মানবিক খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদান করেছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান। তিনি আজ মঙ্গলবার দুপুরে তার ব্যক্তিগত উদ্যোগে ওই আশ্রমের অসহায় প্রবীণ ২৬ সদস্যর হাতে কম্বল, শাড়ি, লুঙ্গি, ম্যাক্স, চাল, ডাল, চিনি, কেক , চা, বিস্কুট, মিষ্টি, ফল, চিড়া, মুড়ি সহ ২ মাসের প্রয়োজনীয় সব খাদ্য সামগ্রী তুলে দেন।

বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার পর থেকেই মানবিক আওয়ামী লীগ নেতা মাহবুব আলী খান প্রতি বছরের বিভন্ন সময় এই বৃদ্ধাশ্রমে আশ্রিত প্রবীণদের মানবিক খাদ্য, বস্ত্র সহ সহ বিভিন্ন সহায়তা প্রদান করে আসছেন।

মানবিক সহায়তা প্রধান অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, হাইশুর বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা আশুতোষ বিশ্বাস, তার স্ত্রী শিক্ষক মনিকা রানী বোস সহ আরো অনেকে বক্তব্য রাখেন। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান বলেন, ২০ বছর ধরে বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করে আশুতোষ বিশ্বাস ও মনিকা রানী বোস দম্পতি আর্ত মানবতার সেবা করে আসছেন। এই বৃদ্ধাশ্রমে দেশের বিভিন্ন প্রান্তের অসহায় ও দুঃস্থ প্রবীণরা আশ্রয় নিয়েছেন। এই দম্পতি পরম মমতায় বৃদ্ধাদের দেখভাল করেন। তারা বৃদ্ধাশ্রমটি প্রতিষ্ঠা ও অসহায় প্রবীণদেন এখানে রেখে সেবা প্রদান করে সুনাম অর্জন করেছেন। আমি তাদের এই মহান উদ্যোগকে স্বাগত জানাই।

আশ্রমের প্রতিষ্ঠাতা আশুতোষ বিশ্বাস বলেন, মাহাবুব আলী খান সব সময় আমাদের আশ্রমের খোঁজ খবর রাখেন। এখানে আশ্রিত অসহায় প্রবীণদের মানবিক সহায়তা প্রদান করেন। সমাজের বৃত্তবাণদের সহায়তায় আমরা এই প্রতিষ্ঠান চালাতে পারছি। মাহাবুব আলী খানের মত এমন সহায়তা করলে এই প্রতিষ্ঠান চালাতে আমাদের আর হিমশিম খেতে হবে না।

হাইশুর গ্রামের রসময় বিশ্বাস বলেন, বৃদ্ধাশ্রম করে আশুতোষ ও তার স্ত্রী আর্ত মানবতার সেবা করে আসছেন।এটি এত সহজ নয়। তারা এই মমতাময়ী ও মানবিক কাজ করে এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন ।তাদের কাজ আমাদের এলাকায় ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। আশুতোষ কৃষক পরিবারের সন্তান। নিজের কোন সম্পদ নেই। অন্যের কাছ থেকে ভিক্ষা করে টাকা পয়সা, ধান, চাল, সবজি, মাছ এনে আশ্রম চালিয়ে যাচ্ছেন । তার মহৎ কাজকে আমি স্যালুট জানাই।

(টিকেবি/এসপি/জানুয়ারি ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test