E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামরাইয়ে বিএনপির ২১৬ নেতাকর্মীর নামে পুলিশের মামলা

বিএনপির সভাপতিসহ ৯ নেতাকর্মীকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ 

২০২৩ জানুয়ারি ১৭ ১৭:০৯:১৬
বিএনপির সভাপতিসহ ৯ নেতাকর্মীকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ 

দীপক চন্দ্র পাল, ধামরাই : ঢাকার ধামরাইয়ে বিএনপির ৪৬ জনের নাম উল্লেখসহ ২১৬ নেতাকর্মীর নামে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। ধামরাই থানার এসআই নজরুল ইসলাম বাদি হয়ে সোমবার রাতে এ মামলা দায়ের করেন। এরআগে সোমবার বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিনসহ ৯ নেতাকর্মীকে আটকের পর ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার সকালে তাদের প্রত্যেককে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। 

এদিকে মামলার খবর পেয়ে ধামরাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাতেই বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে জানা গেছে।

জানা গেছে, কেন্দ্রীয় বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে ধামরাই উপজেলা বিএনপির নেতাকর্মীরা সোমবার সকালে পৌর এলাকার সীমা হল মোড়ে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ শুরু করে। এসময় পুলিশ ধাওয়া দিয়ে তাদের ব্যানার ছিনিয়ে নেয় এবং আটজন বিএনপির নেতাকর্মীকে আটক করেন। এক পর্যায় তাদের ছাড়িয়ে নিতে ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দিন পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

এরপর পুলিশ তমিজ উদ্দিনকেও আটক করেন। এ ঘটনায় ধামরাই থানার এসআই নজরুল ইসলাম বাদি হয়ে সোমবার রাতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন ফেরদৌস মুরাদসহ ৪৬ জনের নাম উল্লেখসহ ২১৬ নেতাকর্মীর নামে মামলা দায়ের করেন।

এ মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মারুফ সিকদার, কুশুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হাই, বিএনপি নেতা মিখাইল, আবুল হোসেন, লাবলু মিয়া, শরিফুল ইসলাম, মর্তুজ মিয়া ও আহম্মেদ আলীকে ৫ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার সকালে আদালতে পাঠিয়েছেন পুলিশ।

ধামরাই থানার ওসি আতিকুর রহমান আটক বিএনপির ৯ নেতাকর্মীকে ৫দিনের রিমান্ড চাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি কাজে বাধা দেওয়াসহ অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ এ মামলা দায়ের করেছে। এ মামলার অন্য আসামিদেরও ধরার চেষ্টা চলছে বলে জানান ওমি আতিকুর রহমান।

(ডিসিপি/এসপি/জানুয়ারি ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test