E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ঝিনাইদহে যাকাত ফান্ডের টাকা বিতরণ

২০২৩ জানুয়ারি ১৭ ১৮:৩২:৩১
ঝিনাইদহে যাকাত ফান্ডের টাকা বিতরণ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে দুস্থদের স্বাবলম্বী করতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন একশত বত্রিশ জনের মাঝে ৮ লাখ ৫০ হাজার ৬০০ টাকা বিতরণ করা হয়।

এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মনিরা বেগম।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায়, ঝিনাইদহ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এ এন এম শাহ জালাল ও ভুটিয়ারগাতি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর ছিদ্দীক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ক্ষুদ্র ব্যবসা, সেলাই মেশিন, ছাত্রবৃত্তি, চিকিৎসা, গৃহ মেরামত, হাঁস মুরগি পালন ও ছাগল-গরু পালনের মাধ্যমে স্ববলম্বি হওয়ার জন্য যাকাতের এই অর্থ বিতরণ করা হয়।

জানা গেছে, প্রতি উপজেলা থেকে দুই জন করে মোট ১২ জনকে জনপ্রতি ১৫ হাজার টাকা করে ১ লাখ ৮০ হাজার টাকাসহ সর্বমোট একশত ৩২ জনকে ৮ লাখ ৫০ হাজার ৬০০ টাকার চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সরকারি যাকাত ফান্ডের টাকা প্রকৃত যাকাত পাওয়ার হকদারদের মধ্যে বিতরণ করার কারণে যাকাত দাতাগণ আস্থার সাথে এই ফান্ডে যাকাত প্রদান করে থাকেন। যাকাতের টাকা দিয়ে এই জেলার অনেক দুস্থ ও অসহায় মানুষকে স্বাবলম্বী করা সম্ভব হচ্ছে।

যাকাত গ্রহীতার উদ্দেশ্যে জেলা প্রশাসক মনিরা বেগম বলেন, যাকাতের টাকা আপনারা সুবিধামতো ব্যবসায়ের বিনিয়োগ করে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার চেষ্টা করবেন। ভবিষ্যতে এ ব্যবসা থেকে আপনারা যাতে স্ববলম্বি হতে পারেন।

(একে/এসপি/জানুয়ারি ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test