E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চিলাহাটিতে মিতালী এক্সপ্রেসের ইঞ্জিনের সঙ্গে রূপসা ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

২০২৩ জানুয়ারি ১৮ ১৫:৩৩:৪৮
চিলাহাটিতে মিতালী এক্সপ্রেসের ইঞ্জিনের সঙ্গে রূপসা ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : নীলফামারীর চিলাহাটিতে একই লাইনে থাকা মিতালি এক্সপ্রেসের ইঞ্জিনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে রূপসা এক্সপ্রেস ট্রেনের। এতে কয়েকজন আহত হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন কয়েক শত যাত্রী। এদিকে দুর্ঘটনার পর থেকে চিলাহাটি-ঢাকা রুটে সাড়ে তিন ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ আছে।

আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে চিলাহাটি স্টেশনের আধা কিলোমিটার অদূরে এ রেল দুর্ঘটনাটি ঘটে।

রূপসা এক্সপ্রেসের সহকারী চালক নাজমুল হাসান জানান, চিলাহাটি স্টেশন মাস্টার লাইন ক্লিয়ার দেওয়ার পর আমরা ট্রেন নিয়ে খুলনার দিকে রওনা দেই। আধা কিলোমিটার দূরে একই লাইনে মিতালী এক্সপ্রেসের ইঞ্জিনের সঙ্গে আমাদের ট্রেনের ধাক্কা লাগে। এতে ২ চালকসহ কয়েকজন যাত্রী আহত হন।

তিনি আরও জানান, দুর্ঘটনায় রূপসা এক্সপ্রেসের তিনটি কোচ এবং মোবিল বক্স ক্ষতিগ্রস্থ হয়েছে।

চিলহাটি ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান কিন্তু তারা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনার পর থেকে চিলাহাটির সঙ্গে সব রুটের ট্রেন চলাচল বন্ধ আছে।

তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। তবে স্টেশনের বুকিং সহকারী মো. আবু কাউছার দাবি করেছেন, এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

চিলাহাটি রেলস্টেশন সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টা ১০ মিনিটে পার্বতীপুর রেলস্টেশন থেকে আসা মিতালী এক্সপ্রেস ট্রেনের একটি রেল ইঞ্জিন চিলাহাটি রেলস্টেশনের আউটার সিগন্যালে এসে দাঁড়ায়। লাইন ক্লিয়ারেন্সের জন্য এ সময় সেখানে হুইসেল বাজানো হয়। এ অবস্থায় সকাল সাড়ে আটটার দিকে ওই ইঞ্জিন ক্লিয়ারেন্স না দিয়েই চিলাহাটি স্টেশন থেকে না দিয়েই চিলাহাটি স্টেশন থেকে খুলনাগামী আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে দেওয়া হয়। এতে আউটার সিগন্যালে দাঁড়িয়ে থাকা ইঞ্জিনের সঙ্গে রূপসা এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় রূপসা এক্সপ্রেসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা মিতালী এক্সেপ্রেসের ইঞ্জিনটি প্রায় ৫০০ গজ পেছনে সরে যায়। এদিকে রূপসা এক্সপ্রেসের পাঁচটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। তবে কোনো বগি লাইনচ্যুত হয়নি। সংঘর্ষের ঘটনায় দুই রেলের ইঞ্জিনই ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর থেকে স্টেশনমাস্টার টুটুল চন্দ্র সরকারকে তাঁর কার্যালয়ে পাওয়া যাচ্ছে না।

চিলাহাটি স্টেশনের বুকিং সহকারী মো. আবু কাউছার বলেন, ‘সকালে অনেক কুয়াশা ছিল। কী কারণে, কীভাবে দুর্ঘটনা ঘটেছে, সেটা আমার জানা নেই। তবে ট্রেনের গতি কম থাকায় হতাহতের তেমন কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনার পর থেকে চিলাহাটির সঙ্গে সব ট্রেন চলাচল বন্ধ আছে। খুলনাগামী যাত্রীদের অনেকে টিকেট ফেরত দিয়েছেন।’

চিলাহাটি রেলস্টেশন সুত্রে জানা গেছে, আউটার সিগন্যালে দাঁড়িয়ে থাকা ইঞ্জিনটি ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী মিতালী এক্সপ্রেস ট্রেনকে নেওয়ার জন্য পার্বর্তীপুর জংশন থেকে চিলাহাটি আসে। বেলা ২টা ২৫ মিনিটে মিতালী এক্সেপ্রেস ট্রেনটি ভারতের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে চিলাহাটি স্টেশনে এসে পৌঁছানোর কথা।

(ওকে/এসপি/জানুয়ারি ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test