E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অলিপুরে বিভিন্ন কোম্পানীর বিষাক্ত বর্জ্যে অতিষ্ট ৪০টি গ্রামের মানুষ

২০১৪ অক্টোবর ১৯ ১৬:০০:০১
অলিপুরে বিভিন্ন কোম্পানীর বিষাক্ত বর্জ্যে অতিষ্ট ৪০টি গ্রামের মানুষ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের অলিপুরে স্থাপিত প্রাণসহ বিভিন্ন কোম্পানীর বিষাক্ত বর্জ্য অবাধে সুতাং নদী দিয়ে নিষ্কাশন করার প্রতিবাদে মানববন্ধন ও সভা করেছে হবিগঞ্জ সদর উপজেলার সুতাং নদীর দু’পাশের ৪০ গ্রামের ভুক্তভোগী মানুষ।

শনিবার বিকালে রাজিউড়া ইউনিয়নের উচাইল বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।


ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইমরান আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান বদরুল করিম দুলাল, অ্যাডভোকেট শামীম আহমেদ, ইউনিয়ন যুবলীগ সভাপতি আশরাফুল আলম মারুফ, সাধারণ সম্পাদক বায়েছ খান, মকসুদ খান হেলাল, মীর মোঃ মখলিছ মিয়া, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, ইকবাল আহমেদ, তোফাজ্জুল ইসলাম, ভানু শীল মন্টু প্রমূখ।

সভায় বক্তারা বলেন, অলিপুর এলাকায় প্রতিষ্ঠিত প্রাণ কোম্পানীসহ বিভিন্ন কোম্পানীর বর্জ্য সুতাং নদী দিয়ে নিষ্কাশিত হওয়ার ফলে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটছে। বর্জ্যে বিষাক্ত রাসায়নিক থাকার ফলে নদীর মাছ মরে ভেসে উঠছে। পানি খেয়ে গবাদী পশু মরে যাচ্ছে। মাছ খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। এর দুর্গন্ধে নদীর দু’পাশের মানুষ বিভিন্ন ধরণের রোগে আক্রান্ত হচ্ছেন। বক্তারা বলেন, আমরা এ থেকে মুক্তি চাই। এ জন্য প্রশাসন ও কোম্পানীর উধ্বর্তন কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তারা।

(পিডিএস/এএস/অক্টোবর ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test