E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে উন্নত জাতের বাছুর প্রদর্শনী মেলা 

২০২৩ জানুয়ারি ১৮ ১৬:১৬:৩৯
বাগেরহাটে উন্নত জাতের বাছুর প্রদর্শনী মেলা 

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা গ্রামে বুধবার দিনভর উন্নত জাতের বাছুর প্রদর্শনী মেলা ও প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ব্রাকের কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের সিমেন ব্যবহার করে উৎপাদিত উন্নত জাতের এই বাছুর প্রদর্শনী প্রতিযোগীতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ীদের পুরুস্কারসহ ২৫জন খামারীকে পুরুস্কুত করা হয়। মোল্লাহাট উপজেলার ১২০টি উন্নত জাতের বাছুর এ প্রতিযোগীতা অংশ নেয়। 

উন্নত জাতের বাছুর প্রদর্শনী মেলা ও প্রতিযোগীতা অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন বাগেরহাট কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. জয়দেব কুমার সিংহ। ব্রাকের বাগেরহাট জেলা সমন্বয়ক মো. ইদ্রিস আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রফেসর ড. মো. ফখরুজ্জামান, ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিনয় কৃঞ্চ মন্ডল, ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার মো. আশরাফুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডা. আবু হানিফা, মো. আইয়ুব আলী ও এরিয়া সেলস ম্যানেজার মো. নুর আলম বক্তব্য রাখেন।

(এসএকে/এসপি/জানুয়ারি ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test