E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উপলক্ষে সুবর্ণচরে ৩৬ হাজার গাছের চারা বিতরণ

২০২৩ জানুয়ারি ১৮ ১৯:৩৯:৩৯
আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উপলক্ষে সুবর্ণচরে ৩৬ হাজার গাছের চারা বিতরণ

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ৩৬ হাজার গাছের চারা বিতরণ ও রোপণের আয়োজন করেছে আর্জেন্টিনা সমর্থকরা। 

বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উপলক্ষে উপজেলার চরবাটা ইউনিয়নের খাসের উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৩৬ হাজার গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়।

চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অসীম কুমার দাসের সভাপতিত্বে সানজিদা ফেরদৌস দিবা আর্জেন্টিা পাঁড় সমর্থকের সৌজন্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোনায়েম খান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম (সুমন), চর আমান উল্যাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক বেলায়েত হোসেন, মিডিয়া ব্যক্তিত্ব অনুপম ফকির, বৃক্ষপ্রেমী ও সমাজ সেবক মো. সাখাওয়াত উল্যাহ, চরবাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন, চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হাফেজ আহমেদ প্রমূখ।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সামাজিক, রাজনৈতিক, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় আর্জেন্টিনা সমর্থক ছাড়াও ব্রাজিল, জার্মানি, পর্তুগাল, ফ্রান্সসহ বিভিন্ন দলের সমর্থকরা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এ বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, সাদার শুভ্রতায় আর নীল বেদনা বুকে ধারণ করেও ভালোবাসায় অটল থাকার প্রতীক আর্জেন্টিনার সমর্থকদের আয়োজনে গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানে ১৮ জানুয়ারি থেকে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত গাছের চারা রোপন ও বিতরণ উৎসব চলবে।

(আইইউএস/এএস/জানুয়ারি ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test