E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান ও অপরাধ দমনে বিজিবি ও বিএসএফ’র পতাকা বৈঠক

২০২৩ জানুয়ারি ১৯ ১৫:৪৩:০৫
সাতক্ষীরা সীমান্তে চোরাচালান ও অপরাধ দমনে বিজিবি ও বিএসএফ’র পতাকা বৈঠক

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সীমান্তে চোরাচালান ও অপরাধ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ  (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরা নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির উদ্যোগে সাতক্ষীরার দেবহাটা সীমান্তের রুপালী ম্যানগ্রোভ পর্যাটন কেন্দ্র এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে ১০ সদস্য বিশিষ্ট বিজিবি দলের নেতৃত্ব দেন সাতক্ষীরা নীলডুমুর ১৭ বিজিবি'র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ কামরুল আহসান এবং ৮ সদস্য বিশিষ্ঠ বিএসএফ দলের নেতৃত্ব দেন কলিকাতা ৮৫ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী অনুরাগ মানী।

ঘণ্টাব্যাপী বৈঠকে সীমান্তে নজরদারি বাড়ানো, সীমান্তে হত্যা বন্ধ, বিএসএফ/ভারতীয় নাগরিক কর্তৃক বাংলাদেশি নাগরিককে আহত না করা, দুই দেশের সীমান্তবর্তী চোরাচালান প্রতিরাধ, নারী ও শিশু পাচার, অনুপ্রবেশ রোধ, মাদকসহ চোরাচালান বন্ধ করা এবং আন্তঃসীমান্ত অপরাধ কমানোর বিষয় নিয়ে আলোচনা হয়।

নীলডুমুর ১৭ বিজিবি'র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ কামরুল আহসান জানান, সীমান্ত সুরক্ষায় উভয় দেশ একসাথে কাজ করার ব্যাপারে আলোচনা ফলপ্রসু হয়েছে।

(আরকে/এএস/জানুয়ারি ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test