E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিক ফজলুর রহমান ফান্টু আর নেই

২০২৩ জানুয়ারি ১৯ ১৫:৪৬:৩৯
বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিক ফজলুর রহমান ফান্টু আর নেই

ঈশ্বরদী প্রতিনিধি : ‘চেতনায় ঈশ্বরদী’ পত্রিকার সম্পাদক ও মানবতা বিরোধী অপরাধ ট্রাইবুনালের অন্যতম স্বাক্ষি সাবেক পৌর কমিশনার একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু (৭১) বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) ভোরে থানা পাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ( ইন্না:..রাজেউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কণ্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু তাঁর জামাতা।

তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে ঈশ্বরদীর হাজার হাজার মানুষ তাঁর মরদহে শেষবারের জন্য দেখার জন্য বাড়িতে ভীড় জমায়। বাদ জহুর কেন্দ্রীয় ঈদগাহে গার্ড অব অনার শেষে নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। পরে কেন্দ্রীয় গোরস্তানে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়।

ফজলুর রহমান ফান্টু’র মৃত্যুতে পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস, ঈশ্বরদী মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, সিপিবি, জাসদ, খলাঘর, উদিচী, সাহিত্য-সংস্কৃতি পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

(এসকেকে/এসপি/জানুয়ারি ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test