E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় বাঘের চামড়াসহ আটক ৬ পাচারকারির রিমান্ড মঞ্জুর

২০১৪ অক্টোবর ১৯ ১৬:৫৮:১৯
সাতক্ষীরায় বাঘের চামড়াসহ আটক ৬ পাচারকারির রিমান্ড মঞ্জুর

সাতক্ষীরা প্রতিনিধি : ঢাকায় পাচারকালে গত বৃহষ্পতিবার রাতে র‌্যাব এর হাতে আটককৃত ছয় পাচারকারির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক মো। হেদায়েত হোসেনের ১০ দিনের রিমান্ড আবেদন শুনানী শেষে সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহা রবিবার এ আবেদন মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামীরা হলেন, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চেচোড়ি গ্রামের মোখলেছ গাজীর ছেলে সেলিম গাজী(৩৫), একই জেলার কয়রা উপজেলারর চান্নির চক গ্রামের ওয়াজেদ আলীর ছেলে রবিউল ইসলাম (৩৫), একই উপজেলার মহারাজপুর গ্রামের শাজাহান আলীর ছেলে মোস্তাফিজুর রহমান (৩৬), পাইকগাছা উপজেলার রাড়ুলি গ্রামের মোহাম্মদ আলী সানার ছেলে ফারুখ সানা (২৫), একই উপজেলা সদরের সাহাপাড়ার সেকেন্দার আলীর ছেলে আমিরুল ইসলাম (২৫) ও সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের শেখ মহিউদ্দিনের ছেলে শেখ বখতিয়ারউদ্দিন(৪২)।

মামলার তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরা সদরথানার উপপরিদর্শক মো। হেদায়েত হোসেন জানান, বরিশাল র‌্যাব-৮ এর উপাধিনায়ক মেজর আদনান কবীরের নেতৃত্বে র‌্যাব সদস্যরা গত ১৬ অক্টোবর রাতে সাতক্ষীরা শহরের বাঙালের মোড় এলাকার সংগ্রাম টাওয়ারের সামনে থেকে দু’টি মোটর সাইকেলে থাকা ছয় পাচারকারিকে আটক করে। এদের কাছ থেকে উদ্ধার করা হয় দু’টি বাঘের চামড়া ও ১০ রাউন্ড বন্দুকের গুলি।

এ ঘটনায় বরিশাল র‌্যাব-৮ এর বিজেও (ডিএডি) মাহাবুবর রহমান বাদি হয়ে ১৭ অক্টোবর আটককতে ছয়জনের নাম উল্লেখসহ আটজনের নামে সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) -১ ধারায় ও ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় পৃথক দু’টি মামলা দায়ের করেন । গত শনিবার তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়।

তিনি আরো জানান, আগামিকাল সোমবার ওই ছয় আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য জেলখানা থেকে সদর থানায় নিয়ে আসা হবে। সেখানে পুলিশ ও বনকর্মকর্তারা যৌথভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে। জিজ্ঞাসাবাদে বাঘের চামড়া পাচারকারিদের মুল হোতাদের নাম বেরিয়ে আসবে বলে তিনি মনে করেন। এ ছাড়া গত বছরের ৮মার্চ সুন্দরবন থেকে পাচার হওয়া দু’টি বাঘ শাবক ঢাকা মীরপুরে র‌্যাবের হাতে আটক হওয়ার ঘটনার সঙ্গে এ ঘটনার যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারি বনসংরক্ষক (এসিএফ) কেরামত আলী মল্লিক জানান, উদ্ধারকৃত বাঘের চামড়া দু’টি আলামত হিসেবে টিকিয়ে রাখার জন্য রবিবার আদালতের নির্দেশে যশোরের নওয়াপাড়া ট্যানারিতে পাঠানো হয়েছে। পুলিশের সঙ্গে তারা যৌথভাবে ছয় পাচারকারিকে জিজ্ঞাসাবাদ করবেন।

(আরকে/এএস/অক্টোবর ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test