E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘যারা নির্যাতন, কষ্ট সহ্য করেছেন তাদের নতুন কমিটিতে মূল্যায়ন করা হবে’

২০২৩ জানুয়ারি ২১ ১৯:৩৯:৩২
‘যারা নির্যাতন, কষ্ট সহ্য করেছেন তাদের নতুন কমিটিতে মূল্যায়ন করা হবে’

শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে স্মার্ট কর্মী গড়ার কারখানা নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা।

ইতোমধ্যে ৮টি ইউনিয়নে স্মার্ট কর্মী গড়ার উদ্দেশ্যে কর্মী সম্মেলন সফল ভাবেই অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় শনিবার বিকালে উপজেলার মোগরাপাড়া এইচ জি জি এস সরকারি স্মৃতি বিদ্যানিকেতন মাঠে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ- ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল-কায়সার হাসনাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মাহফুজুর রহমান কালাম, উপজেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু। কর্মী সম্মেলনর প্রধান বক্তা নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল্লাহ্ আল-কায়সার হাসনাত বলেন,তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে হলে ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না,তখন যারা নির্যাতন,কষ্ট সহ্য করেছেন,সেসব ত্যাগী নেতা কর্মীদের দলে নতুন কমিটিতে মূল্যায়ন করা হবে।

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আশরাফুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলন আরোও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ, কামাল হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শিপন সরকার, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মোঃ মাহবুবুর রহমান বাবুল, মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ মোস্তফা কামাল নিলু,কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা প্রমুখ।

(এসএএইচবি/এএস/জানুয়ারি ২১, ২০২৩)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test