E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২

২০২৩ জানুয়ারি ২২ ১৬:১০:১৬
গোপালগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২

তুষার কান্তি ‍বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় ভ্যানচালকসহ ২জন নিহত ও মোটর সাইকেল চালক মারাত্মক আহত হয়েছে।

আজ রবিবার ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মিয়াপাড়ার আরামবাগ ও পাথালিয়া নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা দু’টি ঘটে।

নিহতরা হলেন- খুলনা জেলার তেরখাদা উপজেলার হাতিশুরা গ্রামের আকবর শেখের ছেলে ভ্যান চালক রাজু শেখ (২৪) ও গোপালগঞ্জ শহরের মিয়াপাড়ার আরামবাগ এলাকার মৃত কাদের ফকিরের ছেলে হান্নান ফকির (৭০)। আহত মটরসাইকেল চালক সুদীপ্ত বনিককে (২২) আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক গণেশ বিশ্বাস জানান, আজ রবিবার সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া নামক স্থানে ট্রাক চাপায় ভ্যান চালক রাজু শেখ (২৪)নিহত হয়। সে সদর উপজেলার ঘোনাপাড়া থেকে ভ্যান চালিয়ে গোপালগঞ্জ শহরের মান্দারতলা যাচ্ছিল। পাথালিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি ট্রাক ভ্যানচালক রাজু শেখকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়।

অপরদিকে, একই মহাসড়কের গোপালগঞ্জ শহরের মিয়াপাড়ার আরামবাগ নামক স্থানে বেলা ১১টার দিকে মটরসাইকেলের ধাক্কায় হান্নান ফকির (৭০)নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন।

আরামবাগের সবজি বিক্রেতা হান্নান ফকির তার স্ত্রী নুরজাহান বেগমকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে গোপালগঞ্জ শহরের দিকে রওনা হন। এ সময় মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী মটরসাইকেল উক্ত স্থানে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এতে মটরসাইকেল চালক সুদিপ্ত বনিক মারাত্মক আহত হয়। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি দুমড়ে যায়।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মোঃ শরিফুল ইসলাম বলেন, নিহত হান্নান ফকিরের লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর পরিবারের আবেদনের প্রেক্ষিতে রাজুর লাশ ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

(টিকেবি/এসপি/জানুয়ারি ২২, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test