E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালকিনিতে ইজিবাইক ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৫ জন আটক

২০২৩ জানুয়ারি ২২ ১৬:৩৮:৪৩
কালকিনিতে ইজিবাইক ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৫ জন আটক

বিশেষ প্রতিনিধি, মাদারীপুর : মাদারীপুরের কালকিনিতে দিনদুপুরে যাত্রী সেজে ইজিবাইক ডাকাতির সময় ধারালো ৩টি ছুরি ও ১টি চাপাতিসহ ৫ জন আন্তঃজেলা ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার (২২ জানুয়ারী) দুপুরে আটক হওয়া ওই ডাকাতদের আদালতের মাধ্যমে মাদারীপুর জেলহাজতে পাঠিয়েছেন।

আটক হওয়া ডাকাতরা হলেন- গাইবান্ধা জেলার সাঘাটা থানার ধনারুহা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. রিপন মিয়া (১৮), পটুয়াখালী জেলা সদরের লাউকাঠি কিসমত গ্রামের জসিম হাওলাদারের ছেলে মো. রাব্বি হাওলাদার (১৮), নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার রুবেল মিস্ত্রীর ছেলে মো. ইশান মিস্ত্রি (১৮), মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পশ্চিম মিনাজদী গ্রামের লুৎফর সরদারের ছেলে মো. সাকিল সরদার (২৪) ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বিক্রমপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. সেতু (১৯)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ডাকাতদল শনিবার (২১ জানুয়ারী) ভোরে কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মিয়ারহাট বাজার থেকে একটি ইজিবাইকে যাত্রী সেজে উঠেন। কিছুদুর যাবার পর ইজিবাইক চালক ইয়ার হোসেনকে অস্ত্রের মুখে জিন্মি করে একই উপজেলার পৌর এলাকার ভুরঘাটার একটি ফাঁকা রাস্তায় নিয়ে যান। এ সময় তাকে মারধর করলে, চালক চিৎকার করেন। এতে করে স্থানীয় লোকজন টের পেয়ে এগিয়ে এসে ওই ৫ ডাকাতদের অবরুদ্ধ করে রাখে। পরে কালকিনি থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে কালকিনি থানার ওসি মো. শামীম হোসেনের নেতৃত্বে এসআই মো. মাহমুদের সার্বিক সহযোগীতায় ডাকাতদের আটক করে থানায় নিয়ে যান। পরে রবিবার দুপুরে কালকিনি থানা পুলিশ ৫ ডাকাতকে মাদারীপুর আদালতে পাঠায়। আদালত তাদের সকলকে জেলহাজতে প্রেরন করেন।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, ডাকাতরা ইজিবাইক ডাকাতিকালে তাদের আটক করা হয়। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য হিসেবে পরিচিত।

(এএস/এসপি/জানুয়ারি ২২, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test