E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বেসরকারি এনজিও ‘বরসা’র বিরুদ্ধে 

সাতক্ষীরায় শত কোটি টাকা আত্মসাতের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন 

২০২৩ জানুয়ারি ২২ ১৭:৫৮:৪৮
সাতক্ষীরায় শত কোটি টাকা আত্মসাতের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ১০০ কোটি টাকা আত্মসাতের প্রতিবাদ ও এর সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে বেসরকারি সংস্থা ‘বরসা’র কার্যালয় ঘেরাও  কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্থ গ্রাহকরা। 

আজ রবিবার সকাল ১১ টা থেকে সাতক্ষীরার কালিগঞ্জের ধলবাড়িয়া গ্রামে রতনপুরে বরসার শাখা কার্যালয়ের সামনে এক হাজারের বেশি গ্রাহক ২ ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করে।

রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন গ্রাহক আমিনুর রহমান, আব্দুর জব্বার, আব্দুর রাজ্জাক প্রমুখ।

বক্তারা বলেন, ৫ বছর থেকে বিভিন্ন মেয়াদে ডিপিএস করলে ও সঞ্চয়ী হিসাবে ব্যাংক বা বীমার চেয়ে অধিক মুনাফা দেওয়া ছাড়াও জমা টাকার বিপরীতে ঋণ দেওয়া ছাড়াও বিভিন্ন প্রলোভন দেখিয়ে ২০১২ সাল থেকে রতনপুরে বরসা শাখার কার্যক্রম শুরু কয়। দু’ বছর যেতে না যেতেই ওই এনজিওতে তিন হাজারের বেশি গ্রাহক ১০০ কোটি টাকার মত জমা দেয়। পরবর্তীতে সুদ বা আসল কোটাই পরিশোধ না করায় ও এনজিও পরিচালক আনিছুর রহমান মারা যাওয়ায় ক্ষতিহ্রস্ত গ্রাহকরা গত বছরের ২০ মার্চ এনজিওটি ঘেরাও করে ম্যানেজারকে অবরুদ্ধ করে প্রতিবাদ কুের। বরষা এনিজিও এর পক্ষে আশিকুর রহমান কালিগঞ্জ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা ও স্থানীয় আওয়ামীলীগ নেতাদের উপস্থিতিতে হিসাবে করে দেখা যায় নিট ১০০ কোটি টাকাসহ লভ্যাংশ দিয়ে মোট ১২৫ কোটি টাকা গ্রাহকরা ফেরত পাবেন। তখন বরসা এনজিওর স্বত্ত্বাধিকারীর পক্ষে আশিকুর রহমান ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে টাকা পরিশোধ করবেন এই মর্মে ৩০০ টাকার স্ট্যাম্পে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করেন। গত বছরের ১৭ এপ্রিল ৬০ লাখ টাকা, ৩০ এপ্রিল ৭০ লাখ টাকা ও ৩০ জুনের মধ্যে সকল মেয়াদউত্তীর্ণ টাকা পরিশোধ করবেন মর্মে লিখিতভাবে ওয়াদা করেন।

এছাড়া এশিয়ান ব্যাংক সাতক্ষীরা শাখার বেশ কয়েকটি চেকে মোট ৭৫ কোটি টাকার হিসাব বসিয়ে দেন যা তৎকালীন থানা ভারপ্রাপ্ত গোলাম মোস্তফার কাছে ছিলো। কিন্তু এখন পর্যন্ত তিনি এক টাকাও গ্রাহকদের ফেরত দেননি। টাকা আত্মসাতকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিসহ টাকা ফেরত পাওয়ার দাবি করেন তারা। এছাড়া টাকা ফেরত না পেলে সাতক্ষীরায় গিয়ে আমরন অনশন সহ কঠোর পদক্ষেপ নেবেন বলে জানান তারা।

দুপুর একটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্টেশনের বাইরে থাকায় কালিগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার আমিনুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এক স্মারকলিপি পেশ করা হয়। যদিও সহকারি পুলিশ সুপার স্মারকলিপিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়ার পরামর্শ দেন। সে অনুযায়ি সোমবার বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে গ্রাহকরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করবেন।

বরসা এনজিও এর রতনপুর শাখার বর্তমান ব্যবস্থাপক বাবর আলী জানান, বিষয়টি মালিক পক্ষের ব্যাপার। যে সময়ে টাকা লেনদেন হয়েছিল সে সময় তিনি দায়িত্বে ছিলেন না।

এ ব্যাপারে বরষা এনজিও এর পক্ষে প্রয়ংাত আনিছুর রহমানের ভাই আশিকুর রহমান বলেন, তার ভাই মারা যাওয়ায় সমস্যা তৈরি হয়েছে। তারা গ্রাহকদের টাকা পরিশোধের জন্য ব্যাংক থেকে ঋণের আবেদন করেছেন। আগামি এক মাসের মধ্যে ঋণ পাওয়া গেলে গ্রাহকদের টাকা দিয়ে দেওয়া হবে বলে তিনি আশা করছেন।

কালিগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার আমিনুর রহমান বলেন, এ নিয়ে তার কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনহক ব্যবস্থা নেওয়া হবে।

(আরকে/এসপি/জানুয়ারি ২২, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test