E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুরাদ এমপি ও ইউএনও'র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

২০২৩ জানুয়ারি ২২ ১৮:৪১:৪২
মুরাদ এমপি ও ইউএনও'র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের সরিষাবাড়ীতে ভিন্ন ভিন্ন ব্যানারে ডা. মুরাদ হাসান এমপি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার বিরুদ্ধে কটুক্তি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে কাউন্সিলর সাখাওয়াত হোসেন মুকুলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারে দাবিও জানানো হয়।

রবিবার (২২ জানুয়ারি) উপজেলার বাস টার্মিনালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এড. মতিয়ার রহমান তালুকদার স্মৃতি সংসদ ও মুক্তিযুদ্ধ মঞ্চ আয়োজিত মানববন্ধনে বক্তারা তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদের পরিবারকে ইঙ্গিত করে বলেন, তাঁর পরিবারের সদস্যরা যুদ্ধকালীন সময়ে স্বাধীনতা বিরোধী কর্মকান্ডে জড়িত ছিলেন। এটা সকলেই জানে। তবুও এ পরিবারের কতিপয় সদস্য আওয়ামীলীগের ব্যানারে এসে বিএনপির এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে।

মুক্তিযুদ্ধ মঞ্চ ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তাঁকে নিয়ে ওই চক্রটি অপপ্রচার চালাচ্ছে। শুধু তা-ই নয়, সংসদ সদস্য চিকিৎসক মুরাদ হাসান এমপিকে নিয়েও নানান কটুক্তি করেছে চক্রটি।

সরিষাবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন থেকে বলা হয়, স্বাধীনতা বিরোধী ওই চক্রটি কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুলসহ ১১ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করিয়েছে।

এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।

মানববন্ধনে সরিষাবাড়ী পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর কালাচাঁন পাল, সরিষাবাড়ী অনার্স কলেজের সাবেক ভিপি মনিরুল ইসলাম রনি, ভিপি নাজমুল হুদা বজলু, সাবেক জিএস মাহমুদুল হাসান দুখু, জিএস রাজন, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, মতিয়ার রহমান তালুকদার স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ বক্তব্য রাখেন।

(আরআর/এসপি/জানুয়ারি ২২, ২০২৩)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test