E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাভারে শহীদ এম.মনসুর আলীর ১০৬তম জন্মবার্ষিকী পালিত

২০২৩ জানুয়ারি ২৩ ১৩:০৯:০৬
সাভারে শহীদ এম.মনসুর আলীর ১০৬তম জন্মবার্ষিকী পালিত

তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভারে শহীদ এম.মনসুর আলীর ১০৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা ও বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ জানুয়ারি) বিকেলে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর মৈত্রী সংঘ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শহীদ এম.মনসুর আলী স্মৃতি সংঘের কেন্দ্রীয় কমিটির আয়োজনে এই মত বিনিময় সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এ সময় হেমায়েতপুর, কাজীপুর সিরাজগঞ্জের শ্রমজীবীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহীর সংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি।

এ সময় বিশেষ অতিথি ছিলেন, স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কাজিপুর সিরাজগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান মানবতার ফেরিওয়ালা জনবন্ধু ফখরুল আলম সমর।

বিশেষ বক্তা ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সাবেক ভি,পি শাহজালাল মুকুল।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, শহীদ এম,মনসুর আলী স্মৃতি সংঘের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ অ্যাডভোকেট নুরুল ইসলাম ঠান্ডূ।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন এম, মনসুর আলী স্মৃতি সংঘের সাংগঠনিক সম্পাদক সাবেক এ,জি,এস আব্দুল রউফ সরকার পরান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, তেঁতুলঝোড়া ইউনিয়নে বসবাসরত কাজীপুর,সিরাজগঞ্জের প্রায় কয়েক হাজার নারী পুরুষ শ্রমিক সহ স্থানীয় আওয়ামী যুবলীগ, ছাত্রলীগের অসংখ্য নেতা কর্মী।

(টিজি/এএস/জানুয়ারি ২৩, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test