E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বাগেরহাটে ১৬ বছর পর যুবলীগের সম্মেলন, শহরে ব্যানার পোস্টারে বর্ণিল সাজ

২০২৩ জানুয়ারি ২৩ ১৭:০১:৫১
বাগেরহাটে ১৬ বছর পর যুবলীগের সম্মেলন, শহরে ব্যানার পোস্টারে বর্ণিল সাজ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে ১৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন। বুধবার (২৫ জানুয়ারী) দুপুরে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন ষ্টেডিয়ামে অনুষ্ঠিত এই সম্মেলনের মধ্য দিয়ে বিগত ৬ বছর ধরে চলা বাগেরহাট জেলা যুবলীগের আহবায়ক কমিটি থেকে পূর্নাঙ্গ কমিটি গঠিত হবে। বাগেরহাটে যুবলীগের সম্মেলনকে ঘিরে জেলা জুড়ে ক্ষমতাসীন দলের যুবসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। পদপ্রত্যাশীদের বর্ণিল প্রচার-প্রচারণা, ব্যানার-প্যানা, বিলবোর্ডে ছেয়ে গেছে সড়ক ও সম্মেলন স্থল। জেলা যুবলীগের সভাপতি ও সাধারন সম্পাদক পদ পেতে ৯ জন কেন্দ্রীয় কমিটির কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। কেউ কেউ পদ পেতে ছুটছেন নেতাদের দ্বারে দ্বারে।

যুবলীগের সম্মেলন উপলক্ষে সোমবার (২৩ জানুয়ারী) দুপুরে শেখ হেলাল উদ্দিন ষ্টেডিয়ামে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল বলেন, যুবলীগের সম্মেলন উপলক্ষে বাগেরহাটে সাজ সাজ রব বিরাজ করছে। সম্মেলনে ২৭৪ জন কাউন্সিলরসহ লক্ষাধিক লোকের সমাগম ঘটবে। সমাবেশের উদ্বোধন করবেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন এমপি। সম্মেলনে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা হবে। পরে এক মাসের মধ্যে ১০১ সদস্যের পূর্নাঙ্গ কমিটি গঠিত হবে।

তিনি আরও জানান, জেলা যুবলীগের সভাপতি ও সাধারন সম্পাদক পদ পেতে ৯ জন কেন্দ্রীয় কমিটির কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। এটি চুড়ান্ত নয়, সম্মেলনে দ্বিতীয়ার্ধে কাউন্সিল অধিবেশনে সভাপতি, সাধারন সম্পাদকসহ অন্যান্য পদে প্রার্থী হবার সুযোগ রয়েছে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম, মৃণাল কান্তি জোদ্দার, সাংগঠনিক সম্পাদক ডা. শামীম আল সাইফুল, বাগেরহাটে জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নের্তৃবৃন্দ।

(এসএকে/এসপি/জানুয়ারি ২৩, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test