E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেখ হাসিনার নির্দেশে শীতার্তদের পাশে দাঁড়ালেন ডা. দিলীপ রায়

২০২৩ জানুয়ারি ২৪ ১৮:৪৫:২৬
শেখ হাসিনার নির্দেশে শীতার্তদের পাশে দাঁড়ালেন ডা. দিলীপ রায়

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে দুই সহস্রাধিক শীতার্ত দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে শেখ হাসিনার নির্দেশে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সিনিয়র সভাপতি ডা. দিলীপ রায়।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়াস্থ ডা. দিলীপ রায়ের নিজ বাড়িতে এসব শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. দিলীপ কুমার রায় তাঁর বক্তব্যে বলেন, আমি বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার কর্মী। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের জন্য বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। সারা বিশ্বে অর্থনৈতিক মন্দার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দক্ষিবাংলার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য পদ্মা সেতু তৈরি হয়েছে। যার ফলাফল ইতোমধ্যেই পরিলক্ষিত হচ্ছে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক আমরা শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি।

তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণ ও উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। তাহলে বাংলাদেশের একটি মানুষও বেকার বা ক্ষুধার্ত থাকবে না।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আছাদুজ্জামান মিন্টু, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু, চতুল ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, বোয়ালমারী ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. প্রণয় কান্তি লস্কর, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, অধ্যাপক মিনু রাণী সাহা, ডা. দিলীপ রায়ের সহধর্মিনী ডা. অঞ্জলী রায়, ভাই হারাণ রায়, বাবলু রায়, আ’লীগ নেতা বাবলু শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, সাংগঠনিক সম্পাদক মনজুর ইসলাম তুষার, ডা. সঞ্জীব দাস, ডা. প্রীতি রঞ্জন রায় প্রমুখ।

(কেএফ/এসপি/জানুয়ারি ২৪, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test