E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নগরকান্দায় রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর

২০২৩ জানুয়ারি ২৫ ১৮:৩৫:১৫
নগরকান্দায় রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর

নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চরযশোরদী ইউনিয়নের পৈলানপুট্রী গ্রামে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে আজ বুধবার সকালে ঘটনা স্থান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক।

এ সময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির উপস্থিত ছিলেন।

সরেজমিনে গিয়ে দেখাগেছে, পৈলানপুট্রী গ্রামের অর্জুন সরকারের বাড়ীর পারিবারিক শীতলা রক্ষাচন্দ্রী মন্দিরে রক্ষাচন্দ্রী প্রতিমাটি উপুড় হয়ে পড়ে আছে। ঘাড় ও মাথা ভাংগা। তবে পাশেই শীতলা প্রতিমাটি অক্ষত ভাবে দাঁড়িয়ে রয়েছে। তবে মন্দির ঘরটি জরাজীর্ণ ও অরক্ষিত।

অর্জুন সরকার বলেন, গত অগ্রাহায়ন মাসের ৯ তারিখে আমরা এ দেবীর পূজা করেছি। আগামী বছর আবার পুজা করার জন্য প্রতিমাকে রেখে দিয়েছি। রাতের আধারে কে বা কাহারা ভেঙ্গেছে নাকি কোন জীবজন্তু দ্বারা ভেঙ্গেছে তা আমার জানা নেই। তাই এ ব্যপারে কাহারও বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই।

অর্জুনের মা গীতা রানী সরকার বলেন, আমাদের বাড়ীর পাশেই নাম কীর্তন অনুষ্ঠান চলছে। আমরা অনুষ্ঠান থেকে গভীর রাতে ফিরেছি। সকালে ঘুম থেকে উঠে দেখি রক্ষাচন্দ্রাটি উপুড় হয়ে মাটিতে পড়ে আছে।

ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির বলেন, অল্প বয়সী কোন বাচ্চাদের দ্বারা এমন ঘটনা ঘটতে পারে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন বলেন, যেহেতু মন্দির ঘরটি অরক্ষিত তাই মনে হচ্ছে কোন জীবজন্তু দ্বারা এমন হতে পারে। তবে বিষয়টি নিয়ে আমরা গভীর ভাবে তদন্ত করছি। কোন দুষ্কৃতিকারী এর সঙ্গে জড়িত থাকলে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

(পিবি/এসপি/জানুয়ারি ২৫, ২০২৩)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test