E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদক বেচাকেনা ও সেবনে শীর্ষে পাংশা

২০২৩ জানুয়ারি ২৬ ১২:৪৬:৫১
মাদক বেচাকেনা ও সেবনে শীর্ষে পাংশা

একে আজাদ, রাজবাড়ী : মাদকের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে রাজবাড়ীর পাংশা । হাত বাড়ালেই মিলছে মাদক। মাদকের এমন সহজলভ্যতায় স্কুল, কলেজগামী তরুণরাও আশঙ্কাজনক হারে মাদকের দিকে ঝুঁকছে। গাঁজা থেকে শুরু করে ভারতীয় মদ, বাংলা মদ, ইয়াবা ও ফেনসিডিলসহ নানারকম মাদক ক্রয়-বিক্রয়ের কেন্দ্রস্থল এখন পাংশাতে।

রাজবাড়ীর পাংশার বিভিন্ন স্থানে রমরমা মাদক ব্যাবসা ও সেবন চলছে। এসব দেখার কেউ নাই। এতে নষ্ট হচ্ছে যুব সমাজ। বাড়ছে অপরাধ, তৈরি হচ্ছে কিশোর গ্যাং। স্কুল কলেজ পড়ুয়া ছেলেরা দিন দিন এই মাদকে আসক্ত হচ্ছে৷ এসব কারনে অনেক সময় পারিবারিক ঝামেলাও সৃষ্টি হচ্ছে। অনেক সময় এরা নেশার টাকা না পেলে নানা রকম অপরাধমুলক কর্মকাণ্ডে জরিয়ে পড়ছে। অনেক সময় দেখা যায় এরা চুরি, ডাকাতি, ছিনতাই, সহ নানা ধরনের অপরাধমুলক কাজ করতেছে। এতে পরিবারের পাশাপাশি সকল শ্রেণী প্রেশার মানুষ হয়রানির শিকার হচ্ছে। এদের মধ্যে অনেকেই প্রভাবশালী পরিবারের সন্তান।

পাংশা পৌর শহরে মাগুরাডাঙি রিশি পাড়া, রশিদ মোড়, আব্দুল মোড়, কুড়াপাড়াসহ বিভিন্ন স্থানে মাদক বেচাকেনা ও সেবন চলছে। পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের খুনকার পাড়া ও বউ বাজারে সহ যশাই ইউপির পাড়বেল্লাবাড়িয়া সাধু আশ্রম, কালিকাপুর ব্রিজ সংলগ্ন, মাছপাড়া তত্তিপুরসহ বিভিন্ন স্থানে মাদক বেচাকেনা হচ্ছে ও নিয়মিত সেবন করে চলছে।

পাংশা আদি মহা শ্মশানের পশ্চিমপাশে দেখা যায় বিকেল হলেই মাদক ব্যাবসায়ী ও সেবন কারি রা এসে জমায়েত হয়। এতে পাংশাতে দিন দিন অন্যায় অত্যাচার বেড়েই চলছে। এতে করে এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়ছে। দিন দিন মাদক সরবরাহ ও সেবন বেড়েই চলছে।

প্রশাসনের সঠিক নজরদারি না থাকায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে দাবি স্থানীয়দের। এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের নজরদারি বাড়ানো উচিত।

(একে/এএস/জানুয়ারি ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test