E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

এনজিওর ঋণের ভার সইতে না পেরে বৃদ্ধার আত্মহত্যা

২০২৩ জানুয়ারি ২৬ ১৬:১৪:৫৭
এনজিওর ঋণের ভার সইতে না পেরে বৃদ্ধার আত্মহত্যা

ঈশ্বরদী প্রতিনিধি : এনজিওর ঋণের ভার বইতে না পেরে ফেকনি বেগম (৬৩) নামের এক বৃদ্ধা ঘরের ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (২৫ জানুয়রী) দুপুর ২টায় ঈশ্বরদী পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের ফতেমোহাম্মদপুর নিউকলোনী বেলতলা এলাকায় এই ঘটনা ঘটে। বৃদ্ধা প্রায় ৭/৮টি এনজিও এর ঋণের দায়ে জর্জরিত ছিলেন বলে এলাকাবাসীরা জানিয়েছেন।

এলাকাবাসীরা জানান, মৃত মুন্নু হোসেনের স্ত্রী ফেকনি বেগম প্র্রয় ৭/৮টি এনজিও হতে ৪০/৫০ হাজার করে টাকা ঋণ নিয়ে সন্তানদের দিয়েছিলেন। পরবর্তীতে কিস্তি পরিশোধে তার অনেক বেগ পেতে হচ্ছিল। ঋণ পরিশোধে তার সন্তানরা বরাবরই উদাসীন। ৫ পুত্র ও ৩ কন্যা সন্তানের বৃদ্ধা এই জননী এনজিও এর ঋণ পরিশোধ নিয়ে সবসময় বিচলিত থাকতেন। প্রায় প্রতিদিনই বিভিন্ন এনজিওর কর্মীরা কিস্তির জন্য বৃদ্ধার বাড়িতে এসে উপর চড়াও হতেন। কিস্তির টাকা নিয়ে পুত্র, কন্যা, পুত্রবধুদের সাথে তার প্রায়শ:ই ঝগড়া, বাগবিতন্ডার সৃষ্টি হতো। একদিকে পরিবারের অসহযোগিতা এবং অপরদিকে বিভিন্ন এনজিও কর্মীদের রাগারাগি, গালাগালি সইতে না পেরে অবশেষে ফেকনি বেগম আত্মহত্যার পথ বেছে নেন বলে এলাকাবাসীরা জানিয়েছেন।

এলাকার সাবেক পৌর কাউন্সিলর কামাল আশরাফি বলেন, আনুমানিক ২টার দিকে বাড়ির লোকজন ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) হাদিউল ইসলাম বলেন, আত্মহত্যার বিষয়টি আমাদের জানা নেই এবং কেউ জানায়নি।

ফতেমোহাম্মদপুর কবরস্থান প্রাঙ্গণে বাদমাগরিব জানাযা নামাজ শেষে মরহুমার দাফন কার্য সম্পন্ন হয়েছে।

(এসকেকে/এসপি/জানুয়ারি ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test