E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

রাজৈরের বিষ্ণুপ্রিয়া গোচরণ মাঠে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠিত

২০২৩ জানুয়ারি ২৭ ১৪:২৭:৫৩
রাজৈরের বিষ্ণুপ্রিয়া গোচরণ মাঠে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠিত

বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের চৌরাশী গ্রামের বিষ্ণুপ্রিয়া সেবাশ্রমের গোচরন মাঠে ২৬ জানুয়ারি ২০২৩ ইং তারিখ বৃহস্পতিবার বিকেল ৩ ঘটিকায় শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষে শ্রী পঞ্চমী তিথিতে প্রতিযোগিতামূলক ১০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়।    

স্থানীয় গ্রামবাসীর সহযোগীতায় ও বাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হালিম ফকির এর পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতা মূলক ঘোড়দৌড় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে যশোর গোপালগঞ্জ, মাদারীপুর জেলাসহ বিভিন্ন জেলা হতে ২০ টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয় । অত্র ঘোড়দৌড় প্রতিযোগিতাটি, অত্র এলাকা সহ জেলার বিভিন্ন অঞ্চলের হাজার হাজার দর্শক আনন্দের সহিত উপভোগ করে।

অনুষ্ঠানে বাজিতপুর ইউনিয়নের ৮ ওয়ার্ড এর সভাপতি ,বিরেন্দ্র নাথ বাড়ৈ এর সভাপতিত্বে, ও এবিসি কলেজের হিসাব রক্ষক, গোকুল ভক্ত এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শাহীন চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হালিম ফকির, আমগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জাহিদুর ইসলাম টিপু, আওয়ামী যুবলীগ নেতা, ইলিয়াস হাওলাদার, বাজিতপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, পঙ্কজ মন্ডল সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ, সাংবাদিক বৃন্দ সহ হাজার হাজার দর্শক।

পরিশেষে, অতিথি গন,প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারীদের মধ্য থেকে প্রথম স্থান অধিকার কে৩২ ইঞ্চি রঙিন টিভি, দ্বিতীয় স্থান অধিকারী কে২৪ ইঞ্চি রঙিন টিভি সহ সকল প্রতিযোগীকে ১ টি করে মোবাইল ফোন হাতে তুলে দেন।

(বিডি/এএস/জানুয়ারি ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test