E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে সবুজ একাডেমির পরিচালকের বিরুদ্ধে শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগে মানববন্ধন

২০২৩ জানুয়ারি ২৮ ১৮:১৩:৫৮
জামালপুরে সবুজ একাডেমির পরিচালকের বিরুদ্ধে শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগে মানববন্ধন

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর শহরের চামড়া গোদাম মোড়ে গড়ে ওঠা সবুজ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও জামালপুর সদর উপজেলার আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ছানোয়ার হোসেন সবুজের বিরুদ্ধে তাঁর প্রতিষ্ঠানের হিন্দু শিক্ষকা প্রিতাকা বণিককে শ্লীলতাহানির অভিযোগে মানববন্ধন হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) সকালে শহরের দয়াময়ী মোড়ে এ মানববন্ধনের আয়োজন করেন ভুক্তভোগীর পরিবারসহ স্থানীয়রা।

মানববন্ধনে বক্তব্য দেন হিন্দু শিক্ষকার স্বামী জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ দাস সুমন, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রমেন বণিক, জেলা আওয়ামী যুবলীগের সদস্য তন্ময় বসাক, ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক আরমান, বিশিষ্ট ব্যবসায়ী পাপ্পু সরকার।

উলেখ্য, ২০২১ সালের ৬ অক্টোবর বুধবার দুপুর দেড়টায় ওই শিক্ষিকা তাঁর প্রতিষ্ঠানের ক্লাস শেষে বের হওয়ার সময় সবুজ একাডেমির পরিচালক ছানোয়ার হোসেন সবুজ ওই শিক্ষিকার শ্লীলতাহানি করেন। পরে ওই শিক্ষিকা জামালপুর শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন, যার নং ৩০৭/২১। মামলাটি জামালপুরের পিবিআই তদন্ত করে কোর্টে চার্জশিট প্রদান করেছে।

বক্তরা অভিযুক্ত ছানোয়ার হোসেন সবুজের দৃষ্টান্তমূলক শাস্তিসহ দলীয় পদ থেকে তাঁর অব্যাহতি চেয়েছেন।

(আরআর/এসপি/জানুয়ারি ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

২৩ মার্চ ২০২৩

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test