E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরের মেষ্টায় ১.৭ কিলোমিটার সড়কের কার্পেটিং কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

২০২৩ জানুয়ারি ২৯ ১৬:৩৯:৩৯
জামালপুরের মেষ্টায় ১.৭ কিলোমিটার সড়কের কার্পেটিং কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের আড়ংহাটিতে কার্পেটিং সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। আড়ংহাটি গোজিয়ার মোড় হতে ডলুবাড়ি ঘাট হয়ে রহিমপুর পর্যন্ত ১.৭ কিলোমিটার সড়কের কার্পেটিংয়ে মোট খরচ হবে ১ কোটি ৬১ লাখ টাকা।

আজ রবিবার দুপুরে আড়ংহাটি গোজিয়ার মোড়ে ফলক উম্মোচনের মাধ্যমে এ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামিনুর ইসলাম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ ফারুকী রুকনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মেষ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ছানোয়ার হোসেন সবুজ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাবেক ব্যাংক কর্মকর্তা আব্বাস আলী প্রমুখ।

ময়মনসিংহ অঞ্চল অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (এলজিইডি) আওতায় কার্পেটিং কাজটি বাস্তবায়িত হয়। এ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান হাজী কনস্ট্রাকশন।

(আরআর/এসপি/জানুয়ারি ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test