E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘কিশোর কিশোরীদের মাদকমুক্ত ও স্বাস্থ্য সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে’

২০২৩ জানুয়ারি ২৯ ১৯:১৫:০৮
‘কিশোর কিশোরীদের মাদকমুক্ত ও স্বাস্থ্য সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে’

শেখ ইমন, শৈলকুপা : ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকাসক্তি থেকে কিশোর-কিশোরীদের ফিরিয়ে আনতে খেলাধুলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করতে হবে। খেলাধুলা আমাদের দেশের জন্য একান্তভাবে প্রয়োজন। কারণ, খেলাধুলার মধ্য দিয়ে ছেলে-মেয়েদের একটা শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ, কর্তব্যবোধ এবং দেশপ্রেম জাগ্রত হয়। যত বেশি খেলাধুলার সাথে আমরা আমাদের ছেলে-মেয়েদের সম্পৃক্ত রাখতে পারব, তারা ততো সুস্বাস্থ্যের অধিকারী হবে। একটা সুস্থ্য দেহ থাকলে, সুস্থ্য মনও থাকবে। তখন আর এই মনটা এদিক-ওদিক যাবে না।’ 

আজ রবিবার ঝিনাইদহের শৈলকুপায় শেখ কামাল আন্ত: স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই। সকালে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী এর সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এম হাকিম আহমেদ, পৌর মেয়র কাজী আশরাফুল আজম, সহকারি কমিশনার(ভ’মি) বনি আমিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক আহ্বায়ক মতিয়ার রহমান বিশ্বাস, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব শিকদার ওয়াহিদুজ্জামান ইকু,বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল, সাবেক যুবলীগ নেতা রানাউজ্জামান বাদশা প্রমুখ।

(এসআই/এসপি/জানুয়ারি ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test