E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে শেষ হল চারণ কবি উৎসব

২০২৩ জানুয়ারি ৩০ ১৭:৪৭:২৮
দিনাজপুরে শেষ হল চারণ কবি উৎসব

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে উৎসব মুখর পরিবেশে শেষ হল চারণ কবি সংঘের উদ্যোগে তিন দিনব্যাপী চারণ কবি উৎসব। আজ সোমবার দিনাজপুরের বোচাগঞ্জের রবিন্দ্র-নজরুল মঞ্চে তিন দিনব্যাপী কবি উৎসের সমাপণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরল পৌরসভার মেয়র সবুজ সিদ্দিকার সাগর এবং সেতাবগঞ্জ পৌরভার মেয়র মো. আসলাম।

তিন দিনব্যাপী উৎসবে কুষ্টিয়ার লালন একাডেমির শিল্পী,ভারতের আদি বাংলা সাংস্কৃতি চর্যা কবি বিকাশ সরকার সুমন সরকার দল, ঢাকা জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন এবং বাংলাদেশ জাতীয় চারণ কবি ফাউন্ডেশনেরা সংগীত, কবি গান, পালা গান পরিবেশ করেন। এদের আবেগে আপ্লুত হয়ে একে অপরের গলা জড়িয়ে ধরে কেঁদে ফেলেন।শনিবার উৎসের উদ্বোধন করেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ এমপি বলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। এটাই আমাদের বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ কবিতা। বঙ্গবন্ধুর সেই ৭ মার্চের ভাষণের ছন্দ এবং যেই কবিতা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। যেই কবিতা আমাদের অধিকার প্রতিষ্ঠা করে দিয়েছে। যেই কবিতার পথ ধরে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা বির্নিমাণ হয়েছে।

তিনি আরও বলেন, আমরা এই সোনার বাংলাকে ধরে রাখতে চাই। এই সোনার বাংলাকে ধরে রাখতে হলে আমাদের সংস্কৃতির কোন বিকল্প নেই। আমাদের কবি সাহিত্যিকদের জানতে হবে সেটাকে ধারণ করতে হবে এবং সেটাকে লালন করতে হবে। তা হলেই আজকেই এই চারণ উৎসব স্বার্থক হবে।

যেই কবিতা আমাদের অধিকার প্রতিষ্ঠা করে দিয়েছে। যেই কবিতার পথ ধরে আমাদের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা বির্নিমাণ হয়েছে।'

তিনদিন ব্যাপী এই কবি উৎসবে দেশের কবিয়াল, বাউল, বয়াতী, সাধু, গুরু, বৈষ্ণবরা অংশ নেন। দেশের বিভিন্ন স্থান থেকে আসা লোক শিল্পীদের পদচারণায় উৎসবস্থল মিলন মেলায় পরিণত হয়।

সমাপণী অনুষ্ঠানে ৬ জন প্রবীণ কবিয়াল ও ১ জন প্রবীণ ঢুলিকে সম্মাননা প্রদান করা হয়। সমাপণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ চারণ কবি সংঘের সভাপতি এম, এ কুদ্দুস সরকার।

(এস/এসপি/জানুয়ারি ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test