E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বনপাড়া পৌর মেয়র জাকিরসহ নবনির্বাচিত কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

২০২৩ জানুয়ারি ৩০ ১৮:৫০:৩০
বনপাড়া পৌর মেয়র জাকিরসহ নবনির্বাচিত কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

অমর ডি কস্তা, নাটোর : নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার মেয়র হিসেবে তৃতীয়বারের মতো দায়িত্ব গ্রহণ করলেন অধ্যাপক কেএম জাকির হোসেন।

আজ সোমবার সকালে রাজশাহী বিভাগীয় কার্যালয়ে বিভাগীয় কমিশনার জিএমএস জাফরুল্লাহ্, এনডিসি আনুষ্ঠানিকভাবে পৌর মেয়র, ১২টি ওয়ার্ডের নব নির্বাচিত ৪ জন সংরক্ষিত নারী কাউন্সিলর ও ১২ জন সাধারণ কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান। গত ২৯ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বনপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি কেএম জাকির হোসেন দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে ৫৯৮৯ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থীকে হারিয়ে জয়ী হন। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের মতো সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হন শরীফুন্নেছা শিরিণ।

শপথ গ্রহণ শেষে বনপাড়া পৌর শহরে ফিরে বঙ্গবন্ধু’র ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করেন মেয়র জাকির। পরে পৃথক কয়েকটি স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ফুলের মালা দিয়ে বরণ করেন স্থানীয় বিভিন্ন স্তরের জনগণ ও নেতৃবৃন্দ।

পথ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সরকার সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা।

(এডিকে/এসপি/জানুয়ারি ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test