E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

২০২৩ জানুয়ারি ৩১ ১৭:১৮:১৩
নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নওগাঁ প্রতিনিধি : আজ মঙ্গলবার দুপুর ১২টায়  নওগাঁ পৌর এলাকায় ৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৬ হাজার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

ইথেন এন্টার প্রাইজের ব্যবস্থাপনা পচিালক ইকবাল শাহরিয়ার রাসেলের নিজ উদ্যোগে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ইকবাল শাহরিয়ার রাসেল এফবিসিসিআইয়ের পরিচালক এবং নওগাঁ চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি। বোয়ালিয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ। অনুষ্ঠানে বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা সাবিনা সিদ্দিকা সভাপ্রধানের দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দীক মোহাম্মদ ইউসুফ রেজা, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী প্রমুখ। পরে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ হিসেবে দুটি করে খাতা ও কলম তুলে দেয়া হয়।

প্রধান অতিথি জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, মানবিক গুনাবলী বিশিষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। ৪১ সালের মধ্যে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে আজকের শিশুরাই আগামীদিনের ভবিষ্যৎ। তাই আজকের শিশুদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে স্মার্ট বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের গৃহিত মিশন ও ভিশন বাস্তবায়ন করতে অনেক সহজতর হবে। তাই সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও এই ধরনের কল্যাণকর কর্মকান্ড আরো বেশি বেশি সম্পাদন করার প্রতি তিনি আহবান জানান।

(বিএস/এসপি/জানুয়ারি ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test