E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে যমুনায় জেলের জালে ধরা পড়েছে ৫৫ কেজির বাঘাইড়

২০২৩ ফেব্রুয়ারি ০৪ ১৮:২৮:২০
টাঙ্গাইলে যমুনায় জেলের জালে ধরা পড়েছে ৫৫ কেজির বাঘাইড়

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইলের যমুনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৫৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। বাঘাইড়টি ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে ভূঞাপুর উপজেলার যমুনা নদীর অংশ থেকে সিরাজগঞ্জের বেলকুচি এলাকার সুনীল নামে এক জেলের জালে আটকা পড়ে ওই বাঘাইড় মাছটি। পরে শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোবিন্দাসী বাজারে মাছটি তোলা হয়। বাজারে তোলা মাত্রই স্থানীয় উৎসুক জনতা মাছটি এক নজর দেখতে ভিড় জমায়।

এ সময় মাছটি কেনার জন্য অনেক ক্রেতা দর কাষাকষি করেন। দুপুরে মধুপুরের সাগর নামে এক ব্যবসায়ী মাছটি ৭৫ হাজার টাকায় কিনে নেন।

জানা যায়, প্রথমে বাঘাইড় মাছটি বাজারে তোলেন সুনীল নামের ওই জেলে। এ সময় গোবিন্দাসী বাজারের স্থানীয় মাছ ব্যবসায়ী বাবলু হাওলাদার মাছটি কেনেন। পরে বাবলু হাওলাদার মাছটি ৭৫ হাজার টাকায় বিক্রি করেন। এছাড়াও আরও ছোট-বড় বেশ কয়েকটি বাঘাইড় মাছ বাজারে তোলা হয়।

স্থানীয় আমিনুল ইসলামসহ অনেকে বলেন, এত বড় বাঘাইড় মাছ এর আগে কখনো দেখিনি।

জেলে সুনীল বলেন, যমুনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। প্রতিদিনের মতো শুক্রবার রাতে আমরা কয়েকজন জেলে নদীতে জাল ফেলি। পরে রাতের শেষ ভাগে বাঘাইড় মাছটি জালে ধরা পড়ে। এত বড় বাঘাইড় মাছ এর আগে কখনো জালে ধরে পড়েনি।

এ বিষয়ে মাছটির ক্রেতা সাগর জানান, গোবিন্দাসী মাছ বাজারে অনেক লোকের ভিড় দেখে এগিয়ে যাই। দেখি বিশাল আকৃতির বাঘাইড়। মাছটি দেখে কিনতে ইচ্ছে হলো। এ সময় অনেকেই মাছটির দাম করছিলেন। বিক্রেতা লাখ টাকা চাইলে এক পর্যায়ে ৭৫ হাজার টাকায় কিনে নিই।

(এসএম/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

৩০ মার্চ ২০২৩

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test