E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাইকুড়া আশ্রয়ন প্রকল্পে ৪৫ ভূমিহীন পরিবারের মুখে ফুটবে হাসি : কারেবী জালাল

২০২৩ ফেব্রুয়ারি ০৫ ১৯:৩১:২২
পাইকুড়া আশ্রয়ন প্রকল্পে ৪৫ ভূমিহীন পরিবারের মুখে ফুটবে হাসি : কারেবী জালাল

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের পাইকুড়া আশ্রয়ন প্রকল্পের কাজ চলছে পুরোদমে। সততা ও মানসম্মত উপায়ে চলছে প্রকল্পের ৪৫টি আধাপাকা ঘরের কাজ। প্রতি ঘরের জন্য ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫শ টাকা। কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল সার্বক্ষনিক এসব কাজের খোঁজ খবর রাখছেন।

আজ রবিবার বিকেলে প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, ৪৫টি ঘরের কাজ সম্পন্ন হলে এই প্রকল্পে ৪৫টি ভূমিহীন পরিবারের মুখে হাসি ফুটবে। তারা পাবেন ২ শতাংশ করে নিজস্ব জমি ও একটি করে আধা পাকা ঘর। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তেই ভূমিহীনদের আশ্রয় দিতে এসব প্রকল্পের কাজ চলছে। এছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমানের তদারকির মাধ্যমে কাজ গতিশীলভাবে এগিয়ে চলছে।

তিনি জানান, ইউপি চেয়ারম্যান মোঃ ইসলাম উদ্দিন এসব কাজে অনেক আন্তরিক সহযোগিতা করছেন। এছাড়া উপজেলা নির্বাহী অফিসারের সার্বক্ষনিক তদারকিতে কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আশ্রয়ন প্রকল্পের দুই পাশের মাটি টিকিয়ে রাখতে আলাদা বরাদ্দ দিয়ে নির্মান করা হয়েছে গাইড ওয়াল। ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দিন জানান, এই প্রকল্পের কাজ সম্পন্ন হলে এটি একটি দৃশ্যমান উপশহরের মতো দেখা যাবে। তিনি ওই প্রকল্পের পাশে একটি কমিউনিটি ক্লিনিক স্থাপনের দাবী জানান।

(এসবি/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test