E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরনদীতে সুদের টাকার জন্য অপমান, মাহেন্দ্র চালকের আত্মহত্যা

২০২৩ ফেব্রুয়ারি ০৬ ১৭:৫২:০০
গৌরনদীতে সুদের টাকার জন্য অপমান, মাহেন্দ্র চালকের আত্মহত্যা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : সুদের টাকা আদায়ের জন্য মারধর ও অপমান করায় জসিম ঘরামী (৩২) নামের এক মাহেন্দ্র চালক অভিমানে বিষপান করে আত্সহত্যা করেছে। 

আজ সোমবার ভোরে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে (জসিম) মারা যায়। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ কমলাপুর গ্রামের। নিহত জসিম ওই গ্রামের মৃত ইসহাক ঘরামীর ছেলে।

নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন, গত তিন মাসপূর্বে একই গ্রামের সাদের হাওলাদারের স্ত্রীর কাছ থেকে ৬০ হাজার টাকা সুদে আনেন জসিম। সেই সুদের টাকা দিতে না পারায় গত ২৩ জানুয়ারি উপজেলার বার্থী বাজারে বসে জসিমকে মারধর ও চরম অপমান করে সাদের হাওলাদারের আত্মীয় ও বার্থী বাজারের ব্যবসায়ী শাহ আলম খান। সুদের টাকার জন্য মারধর ও অপমান সহ্য করতে না পেরে ওইদিন বিষপান করে জসিম। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। সোমবার ভোরে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে (জসিম) মারা যায়। তবে সুদের টাকার জন্য মারধরের বিষয়টি অস্বীকার করেছেন শাহ আলম খান।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০২৩)

পাঠকের মতামত:

২৫ মার্চ ২০২৩

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test