E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নগরকান্দায় বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের বীর নিবাস নির্মাণে অনিয়মের অভিযোগ 

২০২৩ ফেব্রুয়ারি ০৬ ১৮:৪৬:৫৮
নগরকান্দায় বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের বীর নিবাস নির্মাণে অনিয়মের অভিযোগ 

নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় বীর নিবাস তৈরীতে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে উপজেলা শহীদ নগর ইউনিয়নের আটকাহনিয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা আতিয়ার রহমান এর বীর নিবাস নির্মাণে ঠিকাদারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেন বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান।

আতিয়ার রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষে যে বীর নিবাস বরাদ্ধ দিয়েছেন সেটা আমাদের জন্য বিরাট পাওয়া এটা মুক্তিযুদ্ধের স্মৃতি, সম্মান দুটোই বহন করবে। কিন্তু দুঃখের বিষয় এ আবাসন গুলো কিছু অর্থ লোভী ঠিকাদার প্রতিষ্ঠান এমন ভাবে তৈরী করছে যেটা বসবাসের জন্য অনুপযোগী ও মরনফাঁদের মতই। আমার নীজ আবাসনের ক্ষেত্রে ও এর ব্যতিক্রম হয়নি। এসময় বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান আরও বলেন দীর্ঘদিন ধরে ঠিকাদার মনির আমার বীর নিবাসটির তৈরীর কাজ করছে। কাজের নেই কোন নিয়ম নীয়মনিতি ধারাবাহিকতা। আমি নিজে অনেকদিন ধরে অসুস্হ বীর নীবাসের ঠিক মত দেখাশুনা করার সুযোগ পাই না।তাই ঠিকাদার এসুযোগে সরকারী নিয়মনিতীর তুয়াক্কা না করে বিল্ডিং এর ফাউন্ডেশন, ছাঁদ, সিড়ি, কিচেন রুম, বারান্দার চাল সহ বিভিন্ন কাজে অনিয়ম করেছে। আমি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির স্যারকে অনেক বার এবিষয়টি জানিয়েছি তিনি বিষয়টি গুরুত্ব দেননি, এখানে একবারের জন্য ও আসেননি। এসময় তিনি আরো বলেন বীর নিবাস একতলা বিল্ডিং এর ফ্লোরে হাতদিয়ে খিমচি দিলে পাকা পলেস্তারা খসে উঠে যাচ্ছে।

এ বিষয় ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মনিরুজ্জামান কে কাজের স্থানে না পাওয়ায় ও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য জানা যায়নি তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির বলেন বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান এর বীর নিবাস নির্মাণের কাজে কোন অনিয়ম হয়েছে কিনা তা আমার জানা নেই এমনকি সে কোন অভিযোগও করেনি, বিষয়টি আপনাদের মাজে জানলাম বীর নিবাস নির্মাণে কোন অনিয়ম বরদাস্ত করা হবেনা, পাশাপাশি অনিয়ম হলে ঠিকাদারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(পিবি/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০২৩)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test