E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দন্ত চিকিৎসকের চেম্বারে বিশাল অজগর, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত

২০২৩ ফেব্রুয়ারি ০৮ ১৯:৫৩:৩০
দন্ত চিকিৎসকের চেম্বারে বিশাল অজগর, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নে সুন্দরবন সংলগ্ন তাফালবাড়ি বাজারের দন্ত চিকিৎসক মো. খানজাহান বাহাদুরের মুক্তা ডেন্টাল ক্লিনিকের চেম্বার থেকে ৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সুন্দরবন থেকে খাদ্যের সন্ধ্যানে লোকালয়ে চলে আসা বিশালাকৃতির ওই অজগর সাপটি বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত সিপিজির স্বেচ্ছাসেবকরা উদ্ধার করেছে। বিকালে উদ্ধার করা এই অজগর সাপটি সুন্দরবনের শরণখোলা রেঞ্জে অবমুক্ত করা হয়েছে।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের স্বেচ্ছাসেবক শেখ নাজমুল জানান, বুধবার দুপুরে আমাদের কাছে খবর আসে বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি বাজারের দন্ত চিকিৎসক মো. খানজাহান বাহাদুরের মুক্তা ডেন্টাল ক্লিনিকের চেম্বার একটি বিশাল অজগর সাপ দেখা গেছে। খবর শুনে সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত সিপিজির স্বেচ্ছাসেবক মো. মনির মোল্লাকে সাথে নিয়ে ওই অজগরটি উদ্ধার করা হয়। বিকালে সুন্দরবনের বনরক্ষীদের সহয়তায় শরণখোলা রেঞ্জের বনে অজগর সাপটি অবমুক্ত করা হয়। সুন্দরবন থেকে খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে চিকিৎসকের চেম্বারে অবস্থান নেয়া ৮ফুট দৈর্ঘ্যরে এই অজগর সাপটির ওজন ৭ কেজি ।

(এসএসএ/এএস/ফেব্রুয়ারি ০৮, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test