E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সময় টিভির হেড অব নিউজকে হয়রানির প্রতিবাদে বাগেরহাটে সমাবেশ ও মানববন্ধন

২০২৩ ফেব্রুয়ারি ০৮ ২০:০৬:১৬
সময় টিভির হেড অব নিউজকে হয়রানির প্রতিবাদে বাগেরহাটে সমাবেশ ও মানববন্ধন

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : সময় টেলিভিশনের হেড অব নিউজ মুজতবা দানিশ ও রংপুর ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও হয়রানির প্রতিবাদে বাগেরহাটে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত মাববন্ধন কর্মসূচিতে অংশ নেন সর্বস্তরের সাংবাদিকরা। এসময় সাংবাদিকরা ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক হয়রানি বন্ধসহ সাংবাদিক মুজতবা দানিশসহ সাংবাদিকদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়ামিন আলী, সহ-সভাপতি ইসরাত জাহান, যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদুল হক, অর্থ সম্পাদক এসএম শামসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী বাবু, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, সাংবাদিক আজাদুল হক, আকমাল উদ্দিন সাখি, শেখ আবু সাইদ, এইচ এম মইনুল ইসলাম, আকুঞ্জি আরিফুল ইসলাম, তরফদার রবিউল ইসলাম, অলিপ ঘটক, এসএম আমিনুল আলম বাবু, এসএস শোহান, মামুন আহমেদ, আব্দুল্লাহ আল ইমরান, সোহেল রানা বাবু প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকরা সরকারের উন্নয়ন সহযোগি। কিন্তু নানাভাবে আজ সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। বিশেষ করে কিছু দূর্নীতিবাজ সরকারি কর্মকর্তা ও সরকার দলীয় নেতারা মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানি করছেন। অনেক সময় সাংবাদিকরা হামলারও হামলারও স্বীকার হচ্ছে। এরই ধারাবাহিকতায় সময় টিভির হেড অব নিউজ মুজতবা দানিশ ও রংপুর ব্যুরো প্রধান রতন সরকারকে পুলিশ হয়রানি করছে। দ্রæত সময়ের মধ্যে সাংবাদিকদের বিরুদ্ধে করা হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

(এসএসএ/এএস/ফেব্রুয়ারি ০৮, ২০২৩)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test