E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীরের বাড়ির বকেয়া বিদ্যুৎ বিল ৩৭ লক্ষ টাকা

২০২৩ ফেব্রুয়ারি ০৮ ২০:১৮:১৯
বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীরের বাড়ির বকেয়া বিদ্যুৎ বিল ৩৭ লক্ষ টাকা

আশজাদ রসুল সিরাজী, গাজীপুর : গাজীপুর পল্লী বিদ্যুত সমিতি-১ সূত্রে জানা যায়, বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীরের চারতলা বাড়ির ১১টি মিটারের তিন বছরের বকেয়া বিদ্যুৎ বিল ৩৭লক্ষ ২৫হাজার ৫শত টাকা।

বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের জন্য কয়েক দফা নোটিশ প্রদান করেও লাভ হচ্ছে না বলে জানায় গাজীপুর পল্লী বিদ্যুত সমিতি-১।

গত ৪ ফেব্রুয়ারি গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডেপুটি জেনারেল ম্যানেজার মুহম্মদ শাহীন রেজা ফরাজি স্বাক্ষরিত চিঠিটি তাকে দেওয়া হয়। আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে বকেয়া টাকা পল্লী বিদ্যুতের অনুকূলে জমা দিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, জাহাঙ্গীর আলমের মালিকানাধীন চারতলা বিশিষ্ট আবাসিক ভবনে ১১টি মিটার স্থাপন করা রয়েছে। এসব মিটারের ২০২১ সালের নভেম্বর থেকে গত জানুয়ারি পর্যন্ত বকেয়া রয়েছে ১০ লাখ ২৫ হাজার ৭৪৬ টাকা। এ ছাড়া ২০১৮ সালের আগস্ট থেকে ২০২১ সালের ২৫ আগস্ট পর্যন্ত ওই ভবনে মিটারবিহীন সরাসরি বিদ্যুৎ ব্যবহার করায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ বিল বাবদ বকেয়া রয়েছে ২৬ লাখ ৯৯ হাজার ৮২৪ টাকা। বকেয়া বিল পরিশোধের জন্য একাধিকবার তাগাদা দিলেও তা করেননি জাহাঙ্গীর আলম।

প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার প্রকৌশলী যুবরাজ চন্দ্র পাল বলেন, জাহাঙ্গীর আলমকে চিঠি দেওয়া হয়েছে, তিনি টাকা পরিশোধের আশ্বাসও দিয়েছেন। নির্ধারিত সময়ে যদি টাকা না দেন তাহলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

(এআরএস/ফেব্রুয়ারি ০৮, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test