E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেখেও যেন দেখে না কেউ

পাংশা উপজেলা পরিষদের জমি দখল করে গড়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠান

২০২৩ ফেব্রুয়ারি ০৯ ১৭:৩৮:০১
পাংশা উপজেলা পরিষদের জমি দখল করে গড়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠান

এ কে আজাদ, রাজবাড়ী : খোদ উপজেলা পরিষদের জমি দখল করে গড়ে তোলা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। পাংশা উপজেলা পরিষদ থেকে মাত্র ১ মিনিটের পথ পাংশা সরকারী হাসপাতালের সামনের গেটের সম্মূখ থেকে শুরু করে সড়কের ২ পাশে ঔষুদের একাধিক দোকান, মুদি দোকান, ফ্লেক্সিলোডের দোকানসহ প্রায় ১৪-১৫টি নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের পরসা বিছিয়ে স্থানীয় ভাবে পাকা স্থাপনা করে দির্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন কতিপয় ব্যবসায়ীরা। 

পাংশা উপজেলা পরিষদের উদাসিনতা নাকি উদারতায় এ কোটি টাকার জমি দখল করে ইচ্ছেমত দোকান ঘর নির্মাণ করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন, যেন কেউ দেখেও দেখেনা, নাকি বড় কোন কর্তা মাসহারা নেওয়ার কারনেই কেউ নজর দেন না এখানে এ নিয়ে ধোঁয়াশা জলের সৃষ্টি হয়েছে।

এ নিয়ে পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ হলেও নেই কোন ব্যবস্থা। উপজেলা পরিষদের জায়গায় কে দিয়েছেন তাদের অনুমতি কে নেন ভাড়া এ নিয়ে সকলের মধ্যে কানা ঘোষা থাকলেও প্রকাশ্যে কেউ মুখ খুলতে রাজি নয়। নানা ভাবে বিভিন্ন কৌশলে চালিয়ে চাচ্ছেন ব্যবসা প্রতিষ্ঠান।

দির্ঘদিন ধরে সরকারী জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠলেও নেই প্রশাসনের কোন নজর দারী, সরকার হারাচ্ছে রাজ্বস্ব, ব্যাক্তিগত ভাবে কেউ হচ্ছেন লাভবান। ইচ্ছে হলেই যে কেউ নাকি দোকান ঘর নির্মান করে ব্যবসা বানিজ্য চালিয়ে যেতে পরে হাসপাতাল গেটে। প্রশাসনের নাকের ডগায় এমন দখলদারীত্ব এরপরও যেন নেই দেখার কেউ।

হাসপাতাল গেটের সামনের একজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন এখানে দোকানঘর নির্মান করতে হলে ক্ষমতাশালী হতে হয় অথবা যারা ক্ষমতার কাছাকাছি থাকেন তাদের সাথে সখ্যতা থাকলে এখানে ব্যবসা করা যায়।

খোঁজ নিয়ে যানা গেছে, যারা হাসপাতাল গেটে দোকান ঘর নির্মান করে ব্যবসা বানিজ্য চালিয়ে যাচ্ছেন হাতে গোনা ৪-৫ জন সরকার দলীয় সমর্থক। থাকলেও বাকিরা সবাই ভিন্ন মতের অনুসারী তারা এখানে কিভাবে ব্যবসা করছেন কাকে মোটা অংকের টাকা দিয়ে এখানে বসেছেন এ ব্যপারে সকলেই মুখে কুলুব এটেছে।

জনমনে প্রশ্ন উঠেছে এমন কোন প্রভাবশালী রয়েছেন যে কেউ তার নাম বলতে নারাজ। কে সেই ব্যাক্তি সরকারী জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান করার অনুমতি দিয়ে গোপনে নিয়মিত ভাড়া নিচ্ছেন নাকি এক কালিন নিয়েছেন যে আর ভাড়া দিতে হবে না মেয়াদ আজীবন ।

এ ব্যপারে হাসপাতাল গেটের সামনের দোকান দারদের সাথে কথা হলে তাদের সরল উক্তি আমরা কাউকে ভাড়া দেয় না, এখানে কে দোকান করার অনুমতি দিয়েছেন এমন প্রশ্নে আর কথা বলে না কেউ। এদিকে হাসপাতালের গেটের সামনে চিকিৎসকে মারধর করার ঘটনাও ঘটেছে এ ব্যাপারে মামলাও হয়েছে তবে নেই কোন প্রতিবার।

পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মাদ হাসনাৎ আল মতিন বলেন হাসপাতালের গেটের সামনে এটি উপজেলা পরিষদের জায়গা এখানে কে বা কারা দোকান ঘর নির্মান করার অনুমতি দিয়েছেন তা আমার জানা নেই তবে এই ব্যবসা প্রতিষ্ঠানের কারনে বিভিন্ন সময় হাসপাতালে কর্মরত চিকিৎসকদের লাঞ্চিত হওয়ার মত ঘটনা ঘটেছে, হাসপাতালে সেবা নিতে আসা মানুষের সাথেও দোকান দারদের বিভিন্ন সময় হাতা হাতির ঘটনা শুনেছি, হাসপাতালের গেটের সামনে থেকে এ দোকানপাট অপসারণ করা প্রয়োজন।

বিভিন্ন সময় উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা ও উন্নয়ন সমন্নয় কমিটির সভায় নানা বিষয় নিয়ে কথা উঠলেও হাসপাতাল গেটের সামনে সরকারী জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গুলোর বিষয় নিয়ে কথা কখনো শোনা যায়নি, এ যেন অদৃশ্য শক্তির বলয়।

এ ব্যাপারে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী বলেন-সরকারী জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার কোন বিধান নেই, বিষয়টি আমার জানাছিল না, যদি উপজেলা পরিষদের জায়গা হয়ে থাকে তা হলে অবশ্যই আমরা ব্যবস্থা নিব।

এ ব্যাপারে পাংশা উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ বলেন, বিষয়টি নিয়ে আমি ইউএনও সাহেবের সাথে কথা বলে দেখব কি করা যায়।

(একে/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০২৩)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test