E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পলাশবাড়ীতে গাছ বিক্রির অংশের টাকা না দেয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

২০২৩ ফেব্রুয়ারি ১০ ১৯:৫২:৪৭
পলাশবাড়ীতে গাছ বিক্রির অংশের টাকা না দেয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে গাছ বিক্রির অংশের টাকা সমিতির সদস্যদেরকে না দেয়ার অভিযোগ উঠেছে কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছেন সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক।

অভিযোগে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নে ২০০৭ সালে বেংগুলিয়া গ্রাম উন্নয়ন সংগঠনের মাধ্যমে বেংগুলিয়া গ্রামের কদ্দুস মিয়ার বাড়ীতে হইতে বুজরুক টেংরা গ্রামের বাকী হাজীর বাড়ী পর্যন্ত রাস্তার দু’ধারে ইউক্লিপটার্স গাছ রোপন করে। উক্ত কর্তনের জন্য গত ১৩ মার্চ-২০২২ তারিখে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন ১নং কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যানকে আহ্বায়ক করে ৪ সদস্য বিশিষ্ট একটি গাছ বিক্রয় কমিটি গঠন করে গাছ কর্তন ও নিলামের আদেশ প্রদান করেন। উক্ত আদেশবলে ১নং কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক গাছ কর্তন ও নিলামের জন্য দরপত্র আহবান করেন।

উক্ত কমিটির সিদ্ধান্তক্রমে গত ১৮ সেপ্টেম্বর-২০২২ তারিখে ৪ লক্ষ ৮৮ হাজার টাকা সর্বোচ্চ দরদাতার নিকট নগদ বুঝিয়া লইয়া গত ২ ফেব্রুয়ারী-২০২৩ তারিখে গাছ কর্তনের কার্যাদেশ প্রদান করেন। উক্ত গাছ কর্তন করা হলেও চুক্তি মোতাবেক এপর্যন্ত উপকারভোগীর ৬৫% অংশ বুঝিয়ে না দিয়ে চেয়ারম্যান তালবাহানা সহ বিভিন্ন ভয়ভীতি প্রদান করায় উক্ত সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক প্রতিকার চেয়ে ৯ ফেব্রুয়ারী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

(আরআই/এএস/ফেব্রুয়ারি ১০, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test