E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘অরাজকতা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে আমরা অতীতের মতো আপনাদের কঠিন জবাব দেবো’

২০২৩ ফেব্রুয়ারি ১১ ১৮:২২:৫৮
‘অরাজকতা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে আমরা অতীতের মতো আপনাদের কঠিন জবাব দেবো’

শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : বিএনপির ঘোষিত কর্মসূচি পদযাত্রার নামে নৈরাজ্য সৃষ্টির পায়তারার বিরুদ্ধে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচী সারাদেশের প্রতিটি ইউনিয়নে শান্তি সমাবেশ এর অংশ হিসেবে পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চল বাসষ্ট্যান্ডে অবস্থিত পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি র‍্যালি পিরোজপুর পার্টি অফিস থেকে বের হয়ে সড়ক মহাসড়ক প্রদক্ষিন করে পুনরায় পার্টি অফিসে এসে শেষ হয়।

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম তার বক্তব্যে বলেন,বর্তমান সরকারের আমলে দেশ যখন ভালোমতো সঠিক পথে চলছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন দেশের প্রতিটি সেক্টরে ধাপে ধাপে উন্নতির সাক্ষর রেখে বহিঃবিশ্বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সর্বোচ্চ শিখরে পৌছে দিচ্ছেন,ঠিক তখনি পাকিস্তানের প্রেতাত্মা জামাত বিএনপি, সামনে নির্বাচনকে টার্গেট করে দেশে নৈরাজ্য ও সহিংসতা করে দেশের উন্নয়নের চাকা থামিয়ে দিতে চায়। তারা দেশে জ্বালাও পোড়াও,সহিংসতার মাধ্যমে আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি নষ্ট করে বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত।

আমরা সোনারগাঁ আওয়ামী লীগ তাদেরকে বলবো সাবধান হয়ে যান, অরাজকতা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে আমরা অতীতের মতো আপনাদের কঠিন জবাব দেবো। বিএনপি পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করতে পদযাত্রার আয়োজন করেছে। তারা বর্তমান সরকারের উন্নয়ন দেখে মাথা খারাপ হয়ে গেছে। সরকারের উন্নয়ন বাঁধাগ্রস্থ করতেই মুলত এ পদযাত্রার আয়োজন করেছে তারা,আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ফিরোজ মোল্লার সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ডা: আতিকুল্লাহ, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, আরিফ আহম্মেদ, আবু সাইদ, পৌর যুবলীগ সভাপতি আসাদ,আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন, আবু হানিফ, মাসুম বিল্লাহ, লুৎফর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা আনিস, ছাত্রলীগ নেতা রাশেল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

(এসবি/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test