E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অবৈধভাবে পুকুর খনন করে মাটি বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

২০২৩ ফেব্রুয়ারি ১১ ১৮:৩৮:১২
অবৈধভাবে পুকুর খনন করে মাটি বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

শেখ ইমন, শৈলকুপা : ঝিনাইদহের শৈলকুপায় অবৈধভাবে পুকুর খনন করে ইটভাটায় মাটি বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ শনিবার সকালে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী।

জানা যায়, উপজেলার শহীদ নগর গ্রামের মৃত আব্দুস সামাদ বিশ^াসের ছেলে ইলিয়াস হোসেন অবৈধভাবে পুকুর খনন করে ইটভাটায় মাটি বিক্রি করছিল। এমন খবরে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও রাজিয়া আক্তার চৌধুরী জানান, কোন জমিতে মাটি কাটতে হলে জেলা প্রশাসকের অনুমতি নিতে হবে। এমন কি কোন জলাশয়ও পুন:খনন করতে চাইলে সে ক্ষেত্রেও অনুমতি নিতে হবে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

(এসআই/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০২৩)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test