E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঞ্চিত সংগঠনের সমাবেশে সহস্র প্রাণের স্পন্দন

২০২৩ ফেব্রুয়ারি ১৩ ০০:২৪:০৩
বঞ্চিত সংগঠনের সমাবেশে সহস্র প্রাণের স্পন্দন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : প্রতি বছরের ন্যায় এবারো 'বঞ্চিতজন সংগঠন'নামে একটি সংগঠনের আয়োজনে বার্ষীক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের বংকিরা গ্রামের হাওনঘাটা মাঠে সহস্রাধিক মানুষের উপস্থিতিতে এই বার্ষীক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করা হয়। বঞ্চিতজন সংগঠনের চেয়ারম্যান আনোয়ার পাশা বিদ্যুতের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় পুলিশ ফাড়ির তদন্ত কর্মকর্তা এএসআই আজিম উদ্দীন ও ইউপি সদস্য শহিদুল ইসলাম মনসাদসহ এলাকার গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

ইমরান নামে এক যুবক জানান, তিনি কুমিল্লায় চাকরী করেন। বংকিরা গ্রামের এই বঞ্চিতজন সংগঠনের সমাবেশে যোগদানের জন্য তিনি ছুটে এসেছেন। এখানে এসে তিনি এলাকার পরিচিত মুখগুলোকে দেখতে পান। হারুন অর রশিদ নাকে এক কলেজ ছাত্র জানান, এখানে বিনামূল্যে শত শত সুবিধা বঞ্চিত মানুষকে এক বেলা খাওয়ানো হয়। এটা মানবধর্ম বলে তিনি মনে করেন।

বঞ্চিতজন সংগঠনের চেয়ারম্যান আনোয়ার পাশা বিদ্যুৎ জানান, তিনি সমাজের সুবিধা বঞ্চিত মানুষকে খাওয়াতে ভালোবাসেন। প্রতি বছর তিনি সামাজিক দায়বদ্ধার অংশ হিসেবে এটি করে থাকন। এ বছর প্রায় এক হাজার মানুষকে আহার করা হয়েছে। তার এই উদ্যোগ প্রতিটি গ্রামে ছড়িয়ে পড়ুক।

(একে/এএস/ফেব্রুয়ারি ১৩, ২০২৩)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test