E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পুলিশ সদস্য গ্রেফতারের ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

২০২৩ ফেব্রুয়ারি ১৩ ১৫:০২:২৩
পুলিশ সদস্য গ্রেফতারের ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

আসাদ সবুজ, বরগুনা : বরগুনায় আলোচিত মাদকসহ পুলিশ সদস্য গ্রেফতার ও গ্রেফতার হওয়া ওই পুলিশ সদস্যের বড়ভাই কর্তৃক ঘরে আগুন দেওয়ায় ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন বরগুনার পুলিশ সুপার।

আজ সোমবার দুপুর ১২টার সময় বরগুনা পুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আবদুস সালাম তার লিখিত বক্তব্যে বলেন, গত ০২ দিন যাবৎ সোশয়াল মিডিয়ায় বরগুনার এক ব্যক্তি ফেজবুক লাইভে এসে নিজ ঘরে আগুন দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি সকলের মত আমাদের নজরে এসেছে। এ সম্পর্কে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি ফেজবুক লাইভে এসে ঘরে আগুন দেওয়া ওই ব্যক্তি একজন সাবেক বিজিবি সদস্য। তার নাম মোঃ ফেরদৌস হোসেন (বাবু)। তার "সীমান্ত বাবু" নামের একটি ফেজবুক আইডি রয়েছে। ফেরদৌস হোসেন বাবুর আপন ছোট ভাই ধর্ষণের অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্য কাওসার শিকদার গত ১১ই ফেব্রুয়ারী সদর উপজেলার ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি গ্রাম থেকে ডিবি পুলিশ কর্তৃক ০২ কেজি গাজাসহ গ্রেফতার হয়।

এসময় ফেরদৌস হোসেন বাবু গাজাসহ গ্রেফতার হওয়া তার ভাইকে ডিবির হাত থেকে ছাড়ানোর চেষ্টা করেন ও তর্কবিতর্কে লিপ্ত হন। ভাইকে ডিবি পুলিশের হাত থেকে ছাড়াতে না পেরে পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে বরগুনা ডিবি পুলিশের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক অভিযোগ এনে পুলিশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেন এবং নিজের সামনের ঘরের সামনের বারান্দার টিনের চালের উপর কিছু পুরনো শুকনো পাতা ও খরকুটা দিয়ে আগুন ধরিয়ে অতিরঞ্জিত ভাবে জনসাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য বাহানা করে বিষয়টি উপস্থাপন করেন। পরবর্তীতে লাইভে শেষে উক্ত আগুন নিভিয়ে ফেলেন বলে জানা যায়।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, সীমান্ত বাবু নামের ফেইসবুক আইডি থেকে নিজের ঘরে আগুন দেওয়ার বিষয়টি সম্পূর্ণ উদ্দেশ্য প্রনোদিত ও পরিকল্পিত। মূলত নিজের আপন ছোট ভাইয়ের অপরাধকে ধামাচাপা দেওয়া এবং জণগণের সহানুভূতি পাওয়ার জন্য উদ্দেশ্য প্রনোদিত হয়ে মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে ভিডিও ধারণ করে ফেইসবুকে পোস্ট করেন।

সংবাদ সম্মেলনে বরগুনার সাংবাদিক ও সকল সচেতন নাগরিকবৃন্দের প্রতি আহবান রেখে এই মিথ্যা ও বানোয়াট ভিডিও ও দৃশ্য দেখে বিভ্রান্ত না হওয়াসহ ভিডিওটি শেয়ার না করার অনুরোধ করেন তিনি।

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্য কাওসার শিকদার বরিশাল পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।

(এএস/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২৩)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test