E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরগুনায় চোরাই ছাগলসহ আটক ১

২০২৩ ফেব্রুয়ারি ১৪ ১৫:০৪:০৩
বরগুনায় চোরাই ছাগলসহ আটক ১

আসাদ সবুজ, বরগুনা : বরগুনায় চোরাই ছাগলসহ এক ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করেছে ছাগল মালিকসহ স্থানীয়রা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বরগুনা টাউল হল সংলগ্ন ছাগলের হাট থেকে চুরি হয়ে যাওয়া ছগল চিহ্নিত করে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে ছাগল মালিক ও স্থানীয়রা।

ঘটনাস্থল ও থানা সূত্রে জানা গেছে, (গত শনিবার) ০৩ দিন আগে বরগুনা হাসপাতাল রোডস্থ জনৈক ইউসুফের স্ত্রী মমতাজ বেগমের ১বছর বয়সের একটি লাল খয়েরী রঙের উন্নত জাতের একটি খাসি ছাগল চুরি হয়ে যায়। মনের কষ্টে বাড়িতে থাকা আরো দুটি ছাগল বাজারে বিক্রয় করতে আসলেন তখনি চুরি হয়ে যাওয়া ছাগলটি দেখতে পান মমতাজ বেগম। এসময় তিনি তার ছাগলটি চিহ্নিত করে ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে ঝড়ো হয়ে বরগুনা সদর উপজেলার ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের কেওড়াবুনিয়া গ্রামের মৃত বেলায়েতের ছেলে সিরাজুল হক কে আটক করে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পুলিশ এসে সিরাজুল হক কে আটক করে থানায় নিয়ে যায়। সিরাজুল হক বর্তমানে বরগুনা থানায় আটক আছে বলে জানা গেছে।

এসময় ভুক্তভোগী মমতাজ বেগম বলেন, গেল এক বছরে আমার ৪টি গরু ও ২টি ছাগল চুরি হয়ে গেছে। চুরি হয়ে যাওয়ার ভায়ে ও মনের কষ্টে বাড়িতে থাকা ছাগল দুটি বিক্রির উদ্দেশ্যে বাজারে নিয়ে আসি। এসময় আমার চুরি হয়ে যাওয়া একটি ছাগল দেখতে পেয়ে চিহ্নিত করি।

অভিযুক্ত সিরাজুল হক বলেন, আমি গত শনিবার ছাগলটি এক লোকের কাছ থেকে ছয় হাজার টাকায় কিনেছি। এই হাটে আবার বিক্রয় করার জন্য নিয়ে এসেছি।

তবে অভিযুক্ত সিরাজুল হক ছাগল ক্রয়ের কোন ক্যাশম্যামো (চোতা) দেখাতে পারেননি।

বাজারের ইজারাদারের ভাই ইসমাইল মোল্লা বলেন, গেল শনিবারে সিরাজুল হক ছাগলটি কিনেছেন বলে আমাদের টালি খাতায় নোট করিয়েছিলেন। তবে ক্যাশম্যামো কাটতে বললে বিক্রেতা সিরাজুল হকের পরিচিত বলে জানিয়ে ক্যাশম্যামো কাটার বিষয়টি এড়িয়ে যান।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, ঘটনার বিষয় আমার জানা নেই, আমার থানায় আসতে একটু সময় লাগবে, এসে ঘটনার বিষয়ে বিস্তারিত বলতে পারবো।

(এএস/এএস/ফেব্রুয়ারি ১৪, ২০২৩)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test