E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বেলুন কিনে দেয়ার লোভ দেখিয়ে শিশু আবিরকে অপহরণ, আসামি সাদিয়া গ্রেফতার

২০২৩ ফেব্রুয়ারি ১৫ ১৭:৪৫:২৫
বেলুন কিনে দেয়ার লোভ দেখিয়ে শিশু আবিরকে অপহরণ, আসামি সাদিয়া গ্রেফতার

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন এনায়েতনগর এলাকায় বোনের বাড়ি বেড়াতে এসে শিশু আবির মাহমুদ (৩) নামের শিশুকে বেলুন কিনে দেয়ার লোভ দেখিয়ে অপহরণের বারো (১২) দিনের মধ্যে অপহরণকারী আসামি সাদিয়া কে গ্রেফতার সহ শিশু আবির কে উদ্ধার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আজ বুধবার সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ অফিসে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম (পিপিএম)।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ০২ ফেব্রুয়ারি বিকালে সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকা থেকে শফিকুল ইসলামের ছেলে মোঃ আবির মাহমুদ (০৩) নিখোঁজ হয়।

পরে একটি ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় একটি মহিলা বাচ্চা নিয়ে যাচ্ছে। এসময় তদন্তকারী অফিসার সেই ছবিটি পোস্টার করে বিভিন্ন জায়গায় লাগিয়ে আসামির বোনের খোঁজ পান। এরপর পাপিয়াকে জিজ্ঞাসাবাদ করলে পাপিয়া জানায় তার ছোট বোন সাদিয়া তার বাসায় বেড়াতে এসেছিলো কিন্তু সে গত ০২ ফেব্রুয়ারি তাকে না জানিয়ে সাদিয়া ভৈরবে তার ভাড়া বাসায় চলে যায়।

গত ১৪ ফেব্রুয়ারি সন্ধার সময় ভৈরব থানাধীন রেলস্টেশন সংলগ্ন কমলপুর আমলপাড়া সাকিনস্থ মহসিন মিয়ার দুই তলা বাড়ীর নিচ তলার আসামীর নতুন ভাড়া বাসা হতে অপহৃত শিশু মোঃ আবির মাহমুদকে উদ্ধার করেন। এবং উক্ত বাড়ী হতে ঘটনার সঙ্গে জড়িত আসমী সাদিয়া ও ইব্রাহিমকে গ্রেফতার করা হয়।

এসময় তিনি আরো বলেন ঘটনা তদন্তে ও আসামীদেরকে জিজ্ঞসাবাদে জানা যায় যে, আসামী সাদিয়ার ৪ বছর পূর্বে মোঃ সবুজ এর সাথে বিয়ে হয়। বিয়ের পর সাদিয়া দুইবার গর্ভধারন করলেও তার বাচ্ছা নষ্ট হয়ে যায়। সাদিয়া গত ০১ জানুয়ারি তার গর্ভবতী বোন পাপিয়াকে সেবা করার জন্য তার ভাড়া বাসায় বেড়াতে আসে।

এসময় আসামী সাদিয়া ভিকটিম মোঃ আবির মাহমুদকে বেলুন কিনে দেয়ার লোভ দেখিয়ে কোলে তুলে নিয়ে আদর করতে করতে একটু দূরে নিয়ে যায় এবং দোকান থেকে ছিপস্ কিনে দেয়। পরে সে ভিকটিমকে নিয়ে তার বাড়ীর সামনে থেকে হাটতে হাটতে দুরে চলে গিয়ে তার স্বামীকে ফোন করে বলে তার বোনের সাথে ঝগড়া হয়েছে তাই সে বাড়ী চলে আসবে সেজন্য বিকাশে টাকা পাঠাতে। তখন তার স্বামী মোঃ সবুজ বিকাশে ৫০০ টাকা পাঠালে সাদিয়া ভিকটিমকে নিয়ে অটোরিক্সা যোগে চিটাগংরোডে আসে। পরে চিটাগংরোড থেকে বাস করে ভৈরব তার স্বামীর ভাড়া বাসায় চলে যায়।

এসময় পিবিআই পুলিশ সুপার আরো বলেন, শিশু আবিরকে তার পিতা-মাতার নিকট হস্তান্তর করা হয়েছে। এবং আসামি সাদিয়ার বক্তব্য তদন্ত করা হচ্ছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার জিডি নং-১০৬, তাং-০২/০২/২০২৩ ইং।

(এস/এসপি/ফেব্রুয়ারি ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test