E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

উদ্ধার ২ শিশুকে নিয়ে ভালোবাসা দিবস উদযাপন করলো নারায়ণগঞ্জ পিবিআই 

২০২৩ ফেব্রুয়ারি ১৫ ১৮:২২:১৬
উদ্ধার ২ শিশুকে নিয়ে ভালোবাসা দিবস উদযাপন করলো নারায়ণগঞ্জ পিবিআই 

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : আজ বুধবার সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ অফিসে দুটি পৃথক ঘটনার সংবাদ সম্মেলন শেষে অপহৃত শিশু মোঃ আবির মাহমুদ (৩) ও রাগ করে বাসা থেকে বের হওয়া নিখোঁজ শিশু রাইমুল হাসান ওরফে সাইম (১২) কে তাদের পিতা মাতার নিকট হস্তান্তর করেন মনিরুল ইসলাম (পিপিএম), পুলিশ সুপার পিবিআই নারায়ণগঞ্জ।

পরিবারের নিকট হস্তান্তর করার পর বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে তাদের হাতে উপহার তুলে দেন পরে উদ্ধারকৃত শিশু ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে কেক কাটেন। উপহার হিসেবে শিশুদের খেলার সামগ্রী ও বই উপহার দেয়া হয়।

এসময় তিনি সাংবাদিকদের জানান, বেলুন কিনে দেয়ার লোভ দেখিয়ে শিশু আবির মাহমুদ (৩) কে অপহরণ করে নিয়ে যাওয়া আসামি সাদিয়া কে ভৈরব থানাধীন রেলস্টেশন সংলগ্ন কমলপুর আমলপাড়া এলাকার মহসিন মিয়ার দুই তলা বাড়ীর নিচ তলার আসামীর নতুন ভাড়া বাসা হতে অপহৃত শিশু মোঃ আবির মাহমুদকে উদ্ধার করেন। এবং উক্ত বাড়ী হতে ঘটনার সঙ্গে জড়িত আসমী সাদিয়া ও ইব্রাহিমকে গ্রেফতার করা হয়। অপর শিশু রাইমুল হাসান ওরফে সাইম (১২) তাকে মোবাইল ফোনে গেমস খেলতে না দেয়ায় সে বাবা-মার সঙ্গে রাগ করে বাসা থেকে বেরিয়ে যায়। শনির আখড়ার গোবিন্দপুর এলাকার শফিকুল ইসলামের আশ্রয় হতে তাকে উদ্ধার করে জেলা পিবিআই নারায়ণগঞ্জ।

কেক কাটার আগে সকলের উদ্দেশ্যে পিবিআই পুলিশ সুপার বলেন, অবিভাকদের আরো সচেতন হতে হবে। শিশুদের মোবাইলের প্রতি আকৃষ্ট না করে খেলাধুলা ও নানা ধরনের শিক্ষনীয় বই পড়ার প্রতি আকৃষ্ট করার আহবান জানান।

এসময় পিবিআই নারায়ণগঞ্জ কার্যালয়ের সকল পুলিশ সদস্য সহ উদ্বারকৃত শিশুদের পরিবার ও নারায়ণগঞ্জ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়া ও অনলাইন সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

(এস/এসপি/ফেব্রুয়ারি ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test