E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হালুয়াঘাট পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি খায়রুল আলম ভূঞা

২০২৩ ফেব্রুয়ারি ১৬ ১৪:৫১:১০
হালুয়াঘাট পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি খায়রুল আলম ভূঞা

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : আগামী ১৬ মার্চ হালুয়াঘাট পৌরসভা নির্বাচনে ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভায় মেয়র পদে মনোনীত প্রার্থীর তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

গতকাল বুধবার অপরাহ্নে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। পরে দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট পৌরসভায় মেয়র পদে দলীয় মনোনয়ন প্রদান করা হয় হালুয়াঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম ভূঞকে।

দ্বিতীয় বারের মত ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এর মনোনয়ন পেলেন তিনি। কে এই খায়রুল আলম ভূঞা? উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য ও ১৯৭১ সনে মুক্তিযুদ্ধের সময় হালুয়াঘাট সংগ্রাম পরিষদের সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মৃত রাজ্জাক ভূঞা এর সহধর্মিণী মৃত লতিফা খাতুন’র গর্ভে ১৯৬৭ সনের ২০ মার্চ জন্ম গ্রহন করেন। যুবক বয়স থেকে তিনি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংঘঠনের সফল ভাবে দ্বায়িত্ব পালন করেন। ১৯৮৫ সন থেকে ১৯৮৯ সন পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ হালুয়াঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করেন।

স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্র সংগ্রাম পরিষদের হালুয়াঘাট উপজেলার সমন্ময়কারী হিসেবে দ্বায়িত্ব পালন করেন। তৎকালীন সময়ে বিভিন্ন মামলা মোকাদ্ধমায় আসামী হয়ে হাজত বাস করেন। উপজেলা যুবলীগের সদস্য এবং বাংলাদেশ আওয়ামীলীগ হালুয়াঘাট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদকের দ্বায়িত্ব পালন করেন। বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগ হালুয়াঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক পদে দ্বায়িতরত রয়েছেন। শিক্ষাগত যোগ্যতায় তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। বর্তমানে পেশায় একজন সফল ব্যবসায়ী। তিনি প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এমপি মহোদয়ের একান্ত সচিব(এপিএস) হিসেবে সততা ও সফলতার সহিত দায়িত্ব পালন করেন। সামাজিক ভাবে হালুয়াঘাট কংশ সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সভাপতির দ্বায়িত্ব পালন করছেন।

শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালনকারী হালুয়াঘাট আর্দশ উচ্চ বিদ্যালয়ের সভাপতির গুরু দ্বায়িত্ব দক্ষতার সহিত পালন করে আসছেন। চরবাঙ্গালিয়া নাইট মনিন্দ্র রেমা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। হালুয়াঘাট মধ্য সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। হালুয়াঘাট দারুসসুন্নাত ডি,এস আলিম মাদ্রাসার সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ১৯৯৫ সন থেকে ১৯৯৭ সন পর্যন্ত হালুয়াঘাট সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক হিসেবে সফল ভাবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে অংশ গ্রহন করেছেন।

জানা যায়, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে মেয়র পদে দলীয় মনোনয়ন চেয়ে ৪ জন প্রার্থী আবেদন করেন। এদের মধ্য থেকে আওয়ামীলীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড খায়রুল আলম ভূঞাকে মনোনয়ন প্রদান করেন।

২০১৪ সনের ৩ সেপ্টেম্বার তৎকালীন প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপি আনন্দ শোভাযাত্রার মাধ্যমে হালুয়াঘাট পৌরসভার শুভ উদ্ভোধন করেন। হালুয়াঘাট পৌরসভার নির্বাচনে ১৭ হাজার ৯ শত ৫৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কমকর্তা জন কেনেথ রিছিল বলেন, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০(১) অনুযায়ী নির্বাচন কমিশন পৌরসভার মেয়র,সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ইভিএম এর মাধ্যমে ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি , মনোনয়নপত্র বাছাই ২০ ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহার ২৭ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৮ফেব্রুয়ারি এবং ১৬ মার্চ সকাল ৮.৩০টা হতে বিকাল ৪.৩০টা পর্যন্ত হালুয়াঘাট পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

(জেসিজি/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০২৩)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test