E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বেইজমেন্ট ফ্লোরের মাটি অপসারণে ড্রেজিং মেশিন, ধ্বসে পড়েছে বিদ্যালয় 

২০২৩ ফেব্রুয়ারি ১৬ ১৬:৩৩:০৫
বেইজমেন্ট ফ্লোরের মাটি অপসারণে ড্রেজিং মেশিন, ধ্বসে পড়েছে বিদ্যালয় 

একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে ঠিকাদার প্রতিষ্ঠানের অপরিকল্পনায় পাশের পাকা বারান্দাসহ ঘরের একাংশ ধ্বসে পড়েছে। বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম।

সরেজমিনে রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের কোলানগর একাডেমীতে গিয়ে দেখা যায় দীর্ঘদিনের পুরাতন টিনশেড ঘরটি ধ্বসে পড়েছে। এর পাশেই চারতলা ফাউন্ডেশনের একতলা বিশিষ্ট ভবন নির্মাণের জন্য মাটি খননের কাজ চলছে। বেইজমেন্ট ফ্লোরের মাটি অপসারণের জন্য ব্যবহার করা হচ্ছে ড্রেজিং মেশিন।

স্কুল সূত্রে জানা যায়, ১৯৯২ সালে কোলানগর একাডেমী প্রতিষ্ঠিত হয়। শুরু থেকে স্থানীয় ব্যবস্থাপনায় তৈরী টিনশেড ঘরে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।এই ঘরে দুইটি কক্ষে ৯ম ও ১০ম শ্রেণীর পাঠদান হয়।অন্যটিতে বিশেষ ক্লাস নেওয়া হয়।

বিগত অর্থ বছরে শিক্ষা প্রকৌশল দপ্তর থেকে বিদ্যালয়ে চারতলা ফাউন্ডেশনের একতলা বিশিষ্ট ভবন নির্মাণে বরাদ্দ হয়।কালুখালীর ইমরান এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠান ভবন নির্মাণের কাজ পায়। যথা সময়ে ওয়ার্ক অর্ডার পেলেও ঠিকাদারী প্রতিষ্ঠান ভবন নির্মাণে কালক্ষেপণ করতে থাকে। এক পর্যায়ে গত ২৪শে জানুয়ারী প্রথমে বেইজমেন্ট ফ্লোরের মাটি অপসারণে ভেকু মেশিন লাগায় ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন। কয়েক দিন ধরে ভেকু মেশিন দিয়ে মাটি অপসারণ করাকালীন অবস্থায় সেখানে মাটির গলন আসে। ওই অবস্থায় অপরিকল্পিতভাবে গত ১৩ই ফেব্রুয়ারী ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা রতনদিয়ার সোলেমান সেখানে ড্রেজিং মেশিন চালু করে। পরদিন ১৪ই ফেব্রুয়ারী সন্ধ্যায় ড্রেজিং মেশিন চালু থাকা অবস্থায় আকস্মিকভাবে পাশের পুরাতন টিনশেড ঘরের ৩টি কক্ষের পাকা বারান্দাসহ ঘরের একাংশ ধ্বসে পড়ে।

ঠিকাদারী প্রতিষ্ঠানের সোলেমান জানান, মাটিধ্বস ঠেকাতে গাছের খুঁটির প্যালাসাইডিং করা হয়। কিন্তু তার পরও ধ্বস ঠেকানো যায়নি।

প্রধান শিক্ষক ভজন কুমার দাস বলেন,ভবন নির্মাণে যাতে কোন ত্রুটি না হয় সে বিষয়টি গুরুত্বের সাথে মনিটরিং করতে হবে। পাশাপাশি ধ্বসে পড়া ঘর সংস্কারে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা প্রকৌশল দপ্তরসহ সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি।

স্থানীয় সুধীজনেরা বলছে, আগে লেবাররা কোদাল দিয়ে মাটি কাটত। যুগের চাহিদায় কম সময়ে বেশি পরিমান কাজের আশায় এখন মাটি কাটার কাজে ভেকু মেশিন ব্যবহৃত হচ্ছে। এবার দেখলাম বেইজমেন্ট ফ্লোরের মাটি অপসারণে ড্রেজিং মেশিনের ব্যবহার। যার খেসারত দিতে হচ্ছে স্কুল কর্তৃপক্ষের।

(একেএমজি/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০২৩)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test