E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুর জেলা জজের ড্রাইভারকে লাঞ্ছিতের অভিযোগ

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আদালতে সমন জারি

২০২৩ ফেব্রুয়ারি ১৬ ২০:৩৩:১৮
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আদালতে সমন জারি

বিশেষ প্রতিনিধি, মাদারীপুর : মাদারীপুরে জেলা ও দায়রা জজের মাইক্রোবাসের চালক হাফিজুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করার অভিযোগে দায়ের করা মামলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরাকে স্বশরীরে হাজির হওয়ার জন্য সমন জারি করেছে আদালত। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে মাদারীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ফয়সাল আল মামুন এই সমনজারির আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা জজের চালক মো. হাফিজুর রহমান বাদী হয়ে সরকারি কাজে বাঁধা দান এবং মারপিট করার অভিযোগ এনে এ মামলা দায়ের করেন। সেদিইন বাদির অভিযোগ আমলে নেয় আদালত। আগামী ১৬ মার্চ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরাকে স্বশরীরে হাজির হওয়ার জন্য নোটিশে উল্লেখ করা হয়।

মামলার বিবরণে জানা গেছে, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে পৌনে নয়টায় দিকে মাদারীপুর সার্কিট হাউস থেকে জেলা জজের একটি মাইক্রোবাস বের হওয়ার সময় বিপরীতমুখ হতে কোন ইন্ডিকেশন না দিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা প্রাইভেটকার প্রবেশের সময় মুখোমুখি হয়। এসময় চালকের আসনে বসা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা বের হয়ে জেলা জজের চালককে অকথ্য ভাষায় গালিগালাজ ও তাকে মারধর করেন এবং দুই ঘণ্টা আটকে রাখেন। পরে মাদারীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম আলমগীর হোসেন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করেন।

এ ব্যাপারে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট বাবুল আক্তার বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে একজন বিচারকের ড্রাইভারকে মারধর করা এবং সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনা কোনক্রমে পেশাদার আচরণ হতে পারে না।

অভিযোগের বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা বলেন, মামলা দায়ের ও সমন জারির নোটিশের কথা শুনেছি। নোটিশহাতে পেলে যথাযথ পদক্ষেপ নেয়া হবে। তবে আমার সাথে ওই চালক দুর্ব্যবহার করেছে, যা আমি বুধবার সকালে লিখিতভাবে জেলা ও দায়রা জজকে জানিয়েছি। কিন্তু সেই লিখিত অভিযোগ কেউ রিসিভ করেননি।

(এএসএ/এএস/ফেব্রুয়ারি ১৬, ২০২৩)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test