E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে 'অংশীদারিত্বের গণতন্ত্র' প্রতিষ্ঠায় বিক্ষোভ

২০২৩ ফেব্রুয়ারি ১৭ ১৭:৪৬:১৬
জামালপুরে 'অংশীদারিত্বের গণতন্ত্র' প্রতিষ্ঠায় বিক্ষোভ

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে 'অংশীদারিত্বের গণতন্ত্র' প্রতিষ্ঠার লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শহরের দয়াময়ী মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে মৃধাপাড়া রোডে জেলা জেএসডির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

জেলা জেএসডির সভাপতি শিক্ষাবিদ আমীর উদ্দিনের সভাপতিত্বে ও জেএসডি-ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সহ-সভাপতি কবি আশরাফ আলী, আব্দুল খালেক মাস্টার, সাধারণ সম্পাদক এড. তাজউদ্দীন সবুজ প্রমুখ।

বক্তারা বলেন, অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠায় সংবিধান সংশোধনের মাধ্যমে দেশের সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিত করা জরুরি। সংসদ ভেঙে দিয়ে সর্বজনগ্রাহ্য জাতীয় সরকার গঠন করে একটি স্মরণীয় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক স্বচ্ছতা ফিরিয়ে আনা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে জেএসডি বদ্ধ পরিকর।

দেশের সকল নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার এই আন্দোলন-সংগ্রামে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

সমাবেশে জেএসডি নেতৃবৃন্দ ছাড়াও গণতন্ত্র মঞ্চের অন্যতম শরিকদল গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ অংশ নেন।

(আরআর/এএস/ফেব্রুয়ারি ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test